ফেব্রুয়ারির প্রথমার্ধেই নির্বাচন, ডিসেম্বরের প্রথম সপ্তাহে তারিখ ঘোষণা: প্রেস সচিব

ফেব্রুয়ারির প্রথমার্ধেই নির্বাচন, ডিসেম্বরের প্রথম সপ্তাহে তারিখ ঘোষণা: প্রেস সচিব

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৬ সালের ফেব্রুয়ারির প্রথমার্ধেই অনুষ্ঠিত হবে বলে আবারও জানিয়েছেন প্রেস সচিব শফিকুল আলম। তিনি উল্লেখ করেন, নির্বাচনের নির্দিষ্ট তারিখ ঘোষণা করবে নির্বাচন কমিশন এবং কমিশন সম্ভবত ডিসেম্বরের প্রথম সপ্তাহে এ বিষয়ে জানাবে।

বুধবার (২৯ অক্টোবর) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এক ব্রিফিংয়ে তিনি এসব তথ্য জানান।

প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, আমাদের পক্ষ থেকে আমরা বারবার একটা কথাই বলছি যে ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন হবে। আর নির্বাচনের তারিখ ঘোষণা করবে নির্বাচন কমিশন এবং তারা এ বিষয়ে বলেছেন তো সম্ভবত ডিসেম্বরের প্রথম সপ্তাহে তারা জানাবেন। এ আমরা এর বাইরে আমাদের বলার কিছু নেই। আমরা বারবার বলছি নির্বাচন ফেব্রুয়ারির প্রথমার্ধেই হবে।

প্রেস সচিব শফিকুল আলম বলেন, ফেব্রুয়ারির প্রথমার্ধে হতে পারে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। আগামী ১ নভেম্বর থেকে নির্বাচনকালীন পদায়ন শুরু হবে। তবে এবারের নির্বাচনে গত ৩ নির্বাচনে দায়িত্ব পালন করা কর্মকর্তাদের রাখা হবে না।

শফিকুল আলম বলেন, নির্বাচন ঘিরে দেশের ভেতরে-বাইরে থেকে ‘এআই’ দিয়ে সামাজিক মাধ্যমে নানা অপপ্রচার হতে পারে। উচ্চপর্যায়ের বৈঠকে তা ঠেকানোর নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা। যেকোনো পরিস্থিতি মোকাবিলার জন্য প্রস্তুত আইনশৃঙ্খলা বাহিনী। এছাড়া সামাজিক মাধ্যমে মিসইনফরমেশন ও ডিসইনফরমেশনের জন্য কমিটি করা হবে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023 EU BANGLA NEWS