৩৭২ টন কোরবানির পশুর মাংস উপহার দিলো সৌদি আরব

৩৭২ টন কোরবানির পশুর মাংস উপহার দিলো সৌদি আরব

বাংলাদেশের দরিদ্র জনগোষ্ঠীর জন্য ৪০ হাজার কোরবানির পশুর মাংস উপহার দিয়েছে সৌদি আরব। এসব পশুর মাংসের পরিমাণ ৩৭২ টন।

সারাদেশের জেলা ও উপজেলা পর্যায়ে স্থানীয় প্রশাসনের মাধ্যমে মাদরাসা, এতিমখানা ও দারিদ্র্যপীড়িত ব্যক্তিদের মধ্যে তা বিতরণ করা হবে।

বুধবার (২৯ অক্টোবর)  বাংলাদেশে নিযুক্ত সৌদি  রাষ্ট্রদূত ড. আবদুল্লাহ  জাফর বিন আবিয়াহ দূতাবাস প্রাঙ্গণে কোরবানির পশুর মাংস বিতরণ প্রকল্পের উদ্বোধন করেন।

উদ্বোধনী অনুষ্ঠানে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ বিভাগের পরিচালক (প্রশাসন)  মো. আবদুর রশিদ, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ বিভাগের উপ-পরিচালক  জাহাঙ্গীর এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের পশ্চিম এশিয়া উইংয়ের পরিচালক মোস্তফা জামিল খান, উপ রাষ্ট্রদূত ইব্রাহিম আল-আহমারি; উধিয়া প্রকল্পের প্রতিনিধি  আহমেদ আল-জাহরানি, উপস্থিত ছিলেন।

দূতাবাস জানায়, এ প্রকল্পটি সৌদি আরবের দাতব্য কাজের একটি অংশ, যা সৌদি বাদশাহ কর্তৃক বাস্তবায়িত হয়।

বাংলাদেশে এবার  বিতরণ করা কোরবানির পশুর সংখ্যা ৪০ হাজার, যা ৩৭২ টন  মাংসের সমতুল্য। এটা ৬৪টি জেলায় দরিদ্রদের মধ্যে বিতরণের জন্য বাংলাদেশ সরকারের কাছে পৌঁছে দেওয়া হয়েছে। চার দশকেরও বেশি সময় ধরে এ প্রকল্প বাস্তবায়ন করছে সৌদি আরব। এ প্রকল্পের মাধ্যমে বিশ্বের ২৫টিরও বেশি দেশের অভাবী গোষ্ঠী উপকৃত হচ্ছে।

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সহযোগিতায় সৌদি আরবের  কোরবানির পশু বিতরণ প্রকল্প চট্টগ্রাম অঞ্চলে কোরবানির পশুর মাংসের একটি অংশ বিতরণ করে। অনুষ্ঠানে সৌদি আরবের কোরবানির পশু  প্রকল্পের প্রতিনিধি  আহমেদ আল-জাহরানি, দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের উপ-পরিচালক  জাহাঙ্গীর এবং ঢাকায় সৌদি দূতাবাসের প্রতিনিধি  ইয়াসের শেশা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023 EU BANGLA NEWS