বিপ্লবীদের রক্ত নিয়ে দেওয়া অট্টহাসি জুলাইয়ের উত্তাপ না বোঝার কারণ: স্নিগ্ধ

বিপ্লবীদের রক্ত নিয়ে দেওয়া অট্টহাসি জুলাইয়ের উত্তাপ না বোঝার কারণ: স্নিগ্ধ

নিউইয়র্কভিত্তিক সংবাদ মাধ্যম ‘ঠিকানা’র সাংবাদিক খালেদ মুহিউদ্দীনকে ইঙ্গিত করে শহীদ মীর মুগ্ধের ভাই মাহবুবুর রহমান স্নিগ্ধ বলেছেন, বিপ্লবীদের রক্তের কথা বলে যিনি অট্টহাসি দিয়েছেন, তা প্রমাণ করে জুলাইয়ের উত্তাপ তিনি বুঝতে পারেননি।

মঙ্গলবার (২৮ অক্টোবর) বিকেলে জাতীয় নাগরিক পার্টি আয়োজিত ‘জুলাই সনদ বাস্তবায়নের রূপরেখা’ শীর্ষক গোলটেবিল বৈঠকে অংশ নিয়ে তিনি এ মন্তব্য করেন।

স্নিগ্ধ বলেন, ভালো হতো যদি শহীদদের জুলাই সনদের আলোচনায় রাখা হতো। আরও ভালো হতো, যদি ঘোষণাপত্রে শহীদ পরিবারকে অন্তর্ভুক্ত করা হতো। এমনকি সরকারের শপথ অনুষ্ঠানে শহীদ ও আহতদের পরিবারের কয়েকজনকে উপস্থিত রাখলে তা হতো প্রকৃত সম্মান।

তিনি আরও বলেন, মানুষ জুলাই-আগস্টের উত্তাপ থেকে কিছুটা বঞ্চিত হয়েছে। সেটি সরকার শপথ নেওয়ার পর থেকেই। মানুষ উত্তপ্ত রাস্তায় আন্দোলন করেছে, কিন্তু সরকার শপথ নিয়েছে এসি রুমে, বঙ্গভবনে।

এ সময় তিনি খালেদ মুহিউদ্দীনকে ইঙ্গিত করে বলেন, বিপ্লবীদের রক্তের কথা বলে যিনি অট্টহাসি দিয়েছেন, তিনি এই উত্তাপ বুঝতে পারেননি। সরকার যদি উত্তপ্ত রাস্তায় নেমে এসে শপথ নিতো, তাহলে হয়তো বুঝতে পারতো। 

জুলাই সনদের বাস্তবায়ন প্রসঙ্গে মীর স্নিগ্ধ বলেন, প্রক্রিয়া নিয়ে আগেই আলোচনা হওয়া উচিত ছিল। আপনি যদি না জানেন এটি কীভাবে বাস্তবায়ন করবেন, তাহলে এটি তৈরি করে লাভ কী?

তিনি আরও বলেন, জুলাই চার্টার নিয়ে গণভোট করা প্রয়োজন এবং নির্বাচনের আগেই মানুষের মতামত নেওয়া প্রয়োজন। সেখানে জুলাই সনদের বিষয়ে জনগণ যে রায় দেবে, তা নিয়েই আগামী নির্বাচন করা উচিত। কারণ যারা ক্ষমতায় আসবে, তাদের জানা উচিত, তাদের দায়িত্ব কী।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023 EU BANGLA NEWS