ট্যুরিজম ফেয়ারে প্রথমবারের মতো অংশ নিচ্ছে পাকিস্তান

ট্যুরিজম ফেয়ারে প্রথমবারের মতো অংশ নিচ্ছে পাকিস্তান

বাংলাদেশ ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম ফেয়ারে (বিটিটিএফ) প্রথমবারের মতো অংশ নিচ্ছে পাকিস্তান। সোমবার (২৭ অক্টোবর) ঢাকার পাকিস্তান হাইকমিশন এক বার্তায় এ তথ্য  জানায়।

বার্তায় উল্লেখ করা হয়, ‘আগামী ৩০ অক্টোবর থেকে ১ নভেম্বর পর্যন্ত বাংলাদেশ ভ্রমণ ও পর্যটন মেলায় পাকিস্তান  প্রথমবারের মতো নিচ্ছে। এ অংশগ্রহণ  আঞ্চলিক পর্যটন, সাংস্কৃতিক সংযোগ এবং অভিন্ন ইতিহাসকে শক্তিশালী করার ক্ষেত্রে একটি মাইলফলক।’

আগামী ৩০ অক্টোবর রাজধানীর শেরেবাংলা নগরের বাংলাদেশ–চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে তিন দিনব্যাপী ট্যুরিজম ফেয়ার হবে। ফেয়ারের আয়োজন করছে ট্যুর অপারেটরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (টোয়াব)। ফেয়ারে অংশ নেবে মালয়েশিয়া, শ্রীলঙ্কা, নেপাল, পাকিস্তান,ইরান, ভারত মালদ্বীপসহ ২০টি দেশের প্রতিনিধি।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023 EU BANGLA NEWS