বিএনপি ক্ষমতায় গেলে প্রাথমিকে ধর্মীয় শিক্ষক পদ সৃষ্টি করে নিয়োগ দেবে: সালাহউদ্দিন

বিএনপি ক্ষমতায় গেলে প্রাথমিকে ধর্মীয় শিক্ষক পদ সৃষ্টি করে নিয়োগ দেবে: সালাহউদ্দিন

জনগণের সমর্থনে বিএনপি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে প্রাথমিক পর্যায়ে ধর্মীয় শিক্ষক পদ সৃষ্টি করে নিয়োগ দেবে বলে প্রতিশ্রুতি দিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ।

শনিবার (২৫ অক্টোবর) ওসমানী স্মৃতি মিলনায়তনে ‘দেশের প্রাথমিক বিদ্যালয়ে ধর্মীয় শিক্ষক নিয়োগ, ধর্মীয় মূল্যবোধ পরিপন্থি সব সিদ্ধান্ত বাতিলের দাবিতে জাতীয় সেমিনারে’ বিশেষ অতিথির বক্তব্যে তিনি এ প্রতিশ্রুতি দেন।

সালাহউদ্দিন আহমদ বলেন, বাংলাদেশে মুসলমান জনসংখ্যা সর্বনিম্ন ৯০ শতাংশ ধরে নিয়ে ধর্মীয় প্রভাব রাষ্ট্রের সবক্ষেত্রে থাকাটাই স্বাভাবিক। তবে অবশ্যই সংখ্যালঘুদের স্বাধীনতা ও নিরাপত্তা নিশ্চিত করা সাংবিধানিকভাবে সবার দায়িত্ব।

প্রাথমিক শিক্ষাক্রমে ধর্ম ও নৈতিক শিক্ষা বিষয়ে শিক্ষক নিয়োগের দাবিতে আয়োজিত সেমিনারে তিনি বলেন, সরাসরি নিয়োগের দাবি না তুলে প্রথমে ‘পদ সৃজন’র দাবি তোলা উচিত। 

তিনি সরকারের প্রক্রিয়া ব্যাখ্যা করে বলেন, পদ সৃজন করে অর্থ মন্ত্রণালয়ের অনুমোদনসহ বাজেট প্রবেশন করে তারপরে নিয়োগের ব্যবস্থা করতে হবে।

তিনি বলেন, যদি আমরা রাষ্ট্র পরিচালনার দায়িত্বে নিয়োজিত হতে পারি। তবে আমরা বাংলাদেশের ৯০ শতাংশ মুসলমানের দেশে ধর্ম ও নৈতিক শিক্ষার জন্য প্রাথমিক পর্যায়ে পদ সৃজন করে সেখানে নিয়োগের ব্যবস্থা করবো।

ধর্মীয় ও নৈতিক মূল্যবোধের গুরুত্ব তুলে ধরে সালাহউদ্দিন আহমদ বলেন, যেই জাতি ধর্মীয় এবং নৈতিক মূল্যবোধের উপরে দাঁড়িয়ে থাকে সেই জাতি কখনো পরাধীন থাকে না।

তিনি বলেন, বিগত ১৫ বছর শিক্ষাব্যবস্থায় আঘাত হানা হয়েছে। জাতি গঠনে ধ্বংসাত্মক অপসংস্কৃতির দূষণ দূর করতে প্রাইমারি লেভেল থেকে সবপর্যায়ে নৈতিক শিক্ষা, ধর্মীয় শিক্ষা ও সামাজিক মূল্যবোধ প্রতিষ্ঠা করতে হবে।

তিনি বলেন, কোনো জাতিকে ধ্বংস করতে হলে এটম বোমার চাইতে বেশি কার্যকরী হলো সেই দেশের শিক্ষাব্যবস্থাকে ধ্বংস করা। বর্তমান শিক্ষা ব্যবস্থায় জিপিএ এবং গোল্ডেন ফাইভ দিয়ে শিক্ষায় যে ‘ধস নামিয়ে দিয়েছে’ তা থেকে মুক্তি পেতে হবে। 

বিএনপির ওই নেতা বলেন, নতুন প্রত্যাশা ও শহীদের অঙ্গীকার অনুযায়ী জাতিকে পুনর্গঠন করতে হবে, যার প্রধান উদ্দেশ্য হবে সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার ও ন্যায়বিচার প্রতিষ্ঠা করা। ফ্যাসিবাদ বিরোধী জাতীয় ঐক্য সমুন্নত রাখার জন্য সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। 

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023 EU BANGLA NEWS