বাংলাদেশ দলিল লেখক সমিতির নতুন ২৪ সদস্যের আংশিক কমিটি গঠন করা হয়েছে। নতুন কমিটিতে আলহাজ এমএ রশিদকে সভাপতি এবং কেএস হোসেন টমাসকে মহাসচিব করা হয়।
শনিবার (২৫ অক্টোবর) জাতীয় প্রেস ক্লাবে সমিতির বিভাগীয় প্রতিনিধি সম্মেলনে এ কমিটি ঘোষণা করা হয়েছে।
কমিটিতে আলহাজ রফিকুল ইসলাম সরকার ও আলহাজ নুরুল হক মিয়া সিনিয়র ভাইস চেয়ারম্যান, আলহাজ এম. এ. তাহের, মুস্তাফিজুর রহমান মল্লিক ও শরিফুজ্জামান সজলকে ভাইস চেয়ারম্যান, এস. এম. আয়নাল হক, মো. ফিরোজ আলম ও আমিনুল ইসলাম আখন্দকে সিনিয়র যুগ্মমহাসচিব, মো. রুহুল আমিন খান, মোহাম্মদ আরজু আখন্দ ও মো. সিদ্দিকুর রহমান লিটুকে যুগ্ম মহাসচিব করা হয়।
এ সময় সরকারের কাছে সাত দফা দাবি জানিয়েছে দলিল লেখক সমিতি। সেগুলো, দলিল রেজিস্ট্রেশন পদ্ধতি আধুনিকায়নের নামে দলিল লেখকদের পেশাচ্যুত করা যাবে না। সাবেক আইনমন্ত্রীর প্রতিশ্রুত দলিল প্রতি সম্মানী ভাতা ন্যূনতম চার হাার টাকা বাস্তবায়ন করতে হবে। লাইসেন্স প্রাপ্ত দলিল লেখক ব্যতিত অন্য কেউ দলিল লেখতে বা মুসাবিদা করতে পারবে না মর্মে প্রজ্ঞাপন জারি করতে হবে।
থানা ও জেলা কার্যালয়ে সরকারী খরচে দলিল লেখকদের বসার ও নামাজের স্থান নির্মান করে দিতে হবে। যেহেতু পক্ষগণের সরবরাহ করাকাগজ পত্রের ভিত্তিতে দলিল লেখা হয়, সেহেতু দলিল লেখকদের পেশাগত কারণে দলিল লেখা/মুসাবিদা কারক হিসাবে। দলিল লেখকদের আনামী করা যাবে না। দলিল লেখক সমিতির থানা ও জেলা কমিটির সুপারিশ ব্যতিত অনভিজ্ঞদের দলিল লেখার লাইসেন্স দেওয়া যাবে না মর্মে প্রআপন জারি করতে হবে। দলিল লেখক কাউন্সিল গঠনের অনুমতি দিতে হবে। এই দাবি আদায়ে আন্দোলনে যাওয়ার ঘোষণা দিয়েছে সমিতি।