২৩ বছরেই না ফেরার দেশে অভিনেত্রী ইসাবেল

২৩ বছরেই না ফেরার দেশে অভিনেত্রী ইসাবেল

যুক্তরাষ্ট্রের জনপ্রিয় টিভি সিরিজ ‘৯-১-১: ন্যাশভিল’-এর অভিনেত্রী ইসাবেল টেট মারা গেছেন। গেল ১৯ অক্টোবর তার মৃত্যু হয় বলে অভিনেত্রীর এজেন্সির বরাত দিয়ে জানিয়েছে পিপলডটকম। মৃত্যুর সময় তার বয়স হয়েছিল ২৩ বছর।

ইসাবেল জন্মগত স্নায়বিক রোগে ভুগছিলেন। বিরল এই রোগ পেশি নিয়ন্ত্রণকারী স্নায়ুকে প্রভাবিত করে। 

ন্যাশভিলে জন্ম ও বড় হওয়া ইসাবেল টেট মিডল টেনেসি স্টেট ইউনিভার্সিটি থেকে ব্যবসায় স্নাতক ডিগ্রি অর্জন করেন। আজ শুক্রবার টেনেসিতে তার শেষকৃত্য হওয়ার কথা রয়েছে।

রায়ান মারফির জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজির স্পিন-অব সিরিজ ‘৯-১-১: ন্যাশভিলের’ পাইলট পর্বে জুলি চরিত্রে দেখা যায় তাকে। এটি সম্প্রচারিত হয় অক্টোবর মাসেই। এটিই ছিল তার অভিনয়জীবনের সবচেয়ে বড় সাফল্য। তবে সিরিজটি প্রচারের কয়েক দিনের মধ্যেই চলে গেলেন তরুণ অভিনেত্রী।

এজেন্সির পক্ষ থেকে আরও জানানো হয়, ইজিকে (ইসাবেলের ডাকনাম) আমরা কিশোরী বয়স থেকেই চিনি। কয়েক বছর পর আবার অভিনয়ে ফেরেন, আর প্রথম অডিশনেই তিনি কাজ পেয়ে যান। শুটিং করে নিজের স্বপ্নের কাজটি করতে পেরে তিনি খুবই খুশি ছিলেন।

চলতি বছরের জুনেই সিরিজটির শুটিং শেষ করেন ইসাবেল। তার অভিনীত পর্বটি প্রচারিত হয়েছে ৬ অক্টোবর। সিরিজের তৃতীয় পর্ব প্রচারিত হবে ২৩ অক্টোবর।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023 EU BANGLA NEWS