‘ফকির’ খ্যাত গায়ক ঋষভ মারা গেছেন

‘ফকির’ খ্যাত গায়ক ঋষভ মারা গেছেন

‘ফকির’ খ্যাত ভারতীয় সংগীতশিল্পী ও অভিনেতা ঋষভ ট্যান্ডন মারা গেছেন। মঙ্গলবার (২১ অক্টোবর) রাতে দিল্লিতে মৃত্যু হয়েছে তার।ভারতীয় সংবাদমাধ্যমের খবর, হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে এ তারকার।

সংবাদমাধ্যম ইকোনমিক টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, গায়ক ঋষভের মৃত্যুর খবর জানিয়েছেন পাপারাজ্জো ভাইরাল ভায়ানি। গায়কের মৃত্যুর পর তার পরিবারের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন তিনি। সেখান থেকে পাওয়া তথ্যই জানিয়েছেন ভায়ানি।

ঋষভের আকস্মিক মৃত্যুতে শোকের ছায়া নেমেছে ইন্ডাস্ট্রিতে। সামাজিকমাধ্যমে তার ছবি পোস্ট করে শ্রদ্ধা জানিয়েছেন অনেক সহকর্মী এবং ভক্ত-শুভাকাঙ্ক্ষীরা।  

প্রসঙ্গত, ঋষভ একজন মুম্বাইভিত্তিক গায়ক, সুরকার ও অভিনেতা। কোমল আচরণ ও সংগীতের প্রতি গভীর আবেগের জন্য বেশ খ্যাতি ছিল তার। শ্রোতামহলে ফকির নামেও পরিচিত তিনি। ‘লিভিং লিমিটলেস অ্যান্ড রাশনা: দ্য রে অব লাইট’র মতো প্রজেক্টে অভিনয় করেছেন।

২০০৮ সালে টি-সিরিজের ‘ফির সে ওহী’ অ্যালবাম প্রকাশের মাধ্যমে সংগীত ক্যারিয়ার শুরু হয় ঋষভের। এ তারকার বিখ্যাত গানগুলোর মধ্যে রয়েছে- ‘ইয়ে আশিকি’, ‘চাঁদ তু’, “ধু ধু কর কে’ ও ‘ফকির কি জুবানি’।  

২০১৯ সালে রাশিয়ান নারী ওলেস্যা নেদোবেগোভার সঙ্গে বিয়েবন্ধনে আবদ্ধ হন গায়ক ঋষভ। যিনি তারকা স্বামীর গানগুলোর মিউজিক ভিডিওতে মডেল-অভিনেত্রী হিসেবে থাকতেন।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023 EU BANGLA NEWS