হাসপাতালে চিত্রাঙ্গদা, কী হয়েছে অভিনেত্রীর?

হাসপাতালে চিত্রাঙ্গদা, কী হয়েছে অভিনেত্রীর?

হাসপাতালে বলিউড অভিনেত্রী চিত্রাঙ্গদা সিং। হাসপাতাল থেকে নিজেই নিজের ছবি শেয়ার করেছেন নিলেন তিনি।জানান, খুব শিগগিরই আবার চেনা ছন্দে ফেরার আশা করছেন তিনি।

চিত্রাঙ্গদার শেয়ার করা ছবিতে দেখা যাচ্ছে, হাসপাতালের বিছানায় শুয়ে রয়েছেন তিনি। হাতে ড্রিপ লাগানো। সেই ছবির সঙ্গে অভিনেত্রী লেখেন, খুব শিগগিরই খরগোশের মতো দৌড়াব, এমন আশাই করছি।

তবে ঠিক কী কারণে তিনি হাসপাতালে চিকিৎসাধীন, তা প্রকাশ করেননি বলিউডের এই লাস্যময়ী অভিনেত্রী।

সম্প্রতি চিত্রাঙ্গদা ব্যস্ত ছিলেন সালমান খানের ‘ব্যাটল অফ গলওয়ান’ নিয়ে। এই সিনেমাতে ভাইজানের বিপরীতে দেখা যাবে অভিনেত্রীকে। সিনেমাতে বিভিন্ন লড়াইয়ের দৃশ্য রয়েছে। এমনকি, লাদাখের এমন কিছু জায়গায় শুটিং হয়েছে যেগুলো খুবই দুর্গম। সেইসব জায়গার তাপমাত্রাও খুব নীচের দিকে থাকে।

এ কারণেই অভিনেত্রীর অনুরাগীদের প্রশ্ন, এই সিনেমার শুটিং করতে গিয়েই কি অসুস্থ হয়েছেন চিত্রাঙ্গদা? সেই উত্তর অবশ্য মেলেনি।

চিত্রাঙ্গদার শেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘হাউসফুল ৫’। যেখানে তাকে দেখা গিয়েছিল অক্ষয় কুমার, অভিষেক বচ্চন, রিতেশ দেশমুখ, সোনম বাজওয়া, নার্গিস ফাকরি, নানা পটেকর, চাঙ্কি পাণ্ডে, জ্যাকুলিন ফার্নান্দেজ, ফরদিন খান, শ্রেয়স তলপাড়ে, দিনো মোরিয়া ও সঞ্জয় দত্তের সঙ্গে।

ওই সিনেমাতে একাধিক তারকার সমাবেশ হলেও বক্স অফিসে সাড়া ফেলতে পারেনি। বরং এই সিনেমার বিরুদ্ধে বেশ কিছু অভিযোগ ওঠে। সিনেমাতে নাকি মহিলাদেরকে পণ্যের মতো দেখানো হয়েছে, এমন অভিযোগও উঠেছিল।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023 EU BANGLA NEWS