‘ডিপ্রেশন শহরের শব্দ, এটা বড়লোকদের বিলাসিতা’, বললেন নওয়াজউদ্দিন

‘ডিপ্রেশন শহরের শব্দ, এটা বড়লোকদের বিলাসিতা’, বললেন নওয়াজউদ্দিন

অভিনেতা নওয়াজউদ্দিন সিদ্দিকি বলেছেন, ‘ডিপ্রেশন শহরের শব্দ। বড়লোকদের বিলাসিতা। যারা জীবনযুদ্ধে ব্যস্ত, তাদের জীবনে এসবের অস্তিত্ব নেই।’ এক সাক্ষাৎকারে সম্প্রতি ‘মানসিক অবসাদ’-এর মতো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলেছেন নওয়াজ।

ম্যাশেবল ইন্ডিয়াতে দেয়া সাক্ষাৎকারে নওয়াজ বলেন, “গ্রামের মানুষ ডিপ্রেশন চেনে না। যদি কখনও বাবাকে বলতাম যে ‘ডিপ্রেশন ফিল করছি’, বাবা কষে চড় বসিয়ে দিতেন। ডিপ্রেশন সেখানে ছিল না, কারওই হতো না ডিপ্রেশন। সবাই সেখানে সুখী। কিন্তু শহরে এসে উদ্বেগ, বিষণ্ণতা, বাইপোলার সম্পর্কে জেনেছি।’

অভিনেতা বলেন, ‘শহরে এসে এসব হয়। এখানে মানুষ অনেক ছোট আবেগকেও বড় করে দেখে।’

নওয়াজ আরও বলেন, ‘যদি কোনো শ্রমিক কিংবা ফুটপাথে ঘুমায় এমন কাউকে জিজ্ঞেস করেন ডিপ্রেশন কী? তারা বলতে পারবে না। কারও যখন পয়সা হয়, তখন এধরনের অসুখ হয়।’

মুক্তির অপেক্ষায় আছে নওয়াজউদ্দিনের রোম্যান্টিক কমেডি ‘জোগিরা সারা রা রা’। ছবিতে নওয়াজের বিপরীতে দেখা যাবে নেহা শর্মাকে। ছবিটি ২৬ মে মুক্তি পাবে।

সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস 

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023 EU BANGLA NEWS