গণপূর্তের অতিরিক্ত প্রধান প্রকৌশলীর বদলিপূর্বক পদায়নের প্রজ্ঞাপনটি মিথ্যা

গণপূর্তের অতিরিক্ত প্রধান প্রকৌশলীর বদলিপূর্বক পদায়নের প্রজ্ঞাপনটি মিথ্যা

গণপূর্ত অধিদপ্তরের (গণপূর্ত জোন, বরিশাল) অতিরিক্ত প্রধান প্রকৌশলী উৎপল কুমার দের (বর্তমানে সাময়িক বরখাস্ত) বদলিপূর্বক পদায়নের একটি ভুয়া প্রজ্ঞাপন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের দৃষ্টিগোচর হয়েছে।

সোমবার (২০ অক্টোবর) গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. আলমগীর হোসেন স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে জানানো হয়েছে, গত ১৪ অক্টোবর ২৫.০০.০০০০.০১৩.১২.০০২.২২.৭৩ স্মারক নম্বর ব্যবহার করে গণপূর্ত অধিদপ্তরের অতিরিক্ত প্রধান প্রকৌশলী উৎপল কুমার দে (বর্তমানে সাময়িক বরখাস্ত) গণপূর্ত জোন, বরিশালের বদলিপূর্বক পদায়নের একটি ভুয়া প্রজ্ঞাপন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের দৃষ্টিগোচর হয়েছে, যা সম্পূর্ণ মিথ্যা। এতে মন্ত্রণালয়ের প্রশাসন শাখা-৭ এর অতিরিক্ত সচিব মো. সারোয়ার আলমের জাল স্বাক্ষর ব্যবহার করা হয়েছে। প্রকৃতপক্ষে তিনি অতিরিক্ত সচিব হিসেবে মন্ত্রণালয়ের প্রশাসন অনুবিভাগ -২ এ কর্মরত আছেন।

গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় স্পষ্টভাবে জানাচ্ছে যে, উক্ত ভুয়া বদলিপূর্বক পদায়নের প্রজ্ঞাপনের সঙ্গে মন্ত্রণালয়ের কোনো সংশ্লিষ্টতা নেই এবং মন্ত্রণালয় থেকে এ ধরনের কোনো প্রজ্ঞাপন জারি করা হয়নি। এটি সুস্পষ্টভাবে প্রতারণার উদ্দেশ্যে করা হয়েছে।  

অতএব, এই ভুয়া ও প্রতারণামূলক বদলিপূর্বক পদায়নের প্রজ্ঞাপন সম্পর্কে সবাইকে সতর্ক থাকার অনুরোধ করা হচ্ছে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023 EU BANGLA NEWS