‘নোবেলকে সঠিক পথে ফেরাতে সব চেষ্টাই বিফলে গেছে’

‘নোবেলকে সঠিক পথে ফেরাতে সব চেষ্টাই বিফলে গেছে’

একাধিক প্রতারণার অভিযোগে শনিবার (২০ মে) গ্রেপ্তার হয়েছেন গায়ক নোবেল। এদিন সকালে তাকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। ডিবি অফিস থেকে ফোন পেয়েই দুপুরে কার্যালয়ে আসেন নোবেলের প্রাক্তন স্ত্রী সালসাবিল মাহমুদ। পরে নোবেলের প্রসঙ্গে সাংবাদিকদের মুখোমুখি হন তিনি।

নোবেলের প্রাক্তন স্ত্রী সালসাবিলের দাবি, ‘নোবেল অনেক ভালো মানুষ ছিল, একটা চক্রের ফাঁদে পড়ে সে নেশা শুরু করে এরপরই তার জীবন উল্টাপাল্টা হয়ে যায়।’

এসময় সালসাবিল নোবেলের এই পরিবর্তন নিয়েও কথা বলেন। তিনি বলেন,‘নোবেলের সঙ্গে যখন আমি সংসার শুরু করি তখন সে খুবই ভালো একজন মানুষ ছিলেন। হুট করে সে একটা চক্রের মধ্যে পড়ে নেশা শুরু করে। তখনই তার আচার-ব্যবহার পরিবর্তন আসে। অন্য এক নোবেলে সে পরিবর্তন হয়। যে এ যাবৎ যতো সমালোচিত কাজ নোবেল করেছে তার সবই নেশাগ্রস্ত হওয়ার পর।’

তাকে সঠিক পথে ফেরাতে অনেক পারিবারিক পদক্ষেপও নেয়া হয়েছে বলে জানান সালসাবিল। কিন্তু সব চেষ্টা ব্যর্থ হয়েছে। এ বিষয়ে তিনি আরও বলেন,‘নোবেলকে নেশার জগত থেকে ফিরিয়ে আনার অনেক চেষ্টা করেছি। নোবেলের বাবা-মার সঙ্গে মিলে নেওয়া সব ধরনের চেষ্টাই বিফলে গেছে। আমাদের দুই পরিবার মিলে চেষ্টা করা হয়েছে, কিন্তু তাকে সঠিক পথে ফিরাতে পারিনি।’

নোবেলের প্রাক্তন স্ত্রীর দাবি, ‘নোবেল মাদকের শক্ত একটা সিন্ডিকেটের কবলে পড়ে গেছে। সে ইচ্ছে করলেও যারা তাকে মাদক সরবরাহকরে তারা তাকে ছাড়তে দেবে না।’

টাকা অগ্রিম নিয়ে শোতে হাজির না হওয়াসহ একাধিক প্রতারণার অভিযোগে গ্রেপ্তারের পর ডিবি কার্যালয়ে জিজ্ঞাসাবাদ করা হয় নোবেলকে। পরে তাকে কারাগারে পাঠানো হয়।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023 EU BANGLA NEWS