জাতিসংঘের শুভেচ্ছাদূত হলেন হানিয়া আমির

জাতিসংঘের শুভেচ্ছাদূত হলেন হানিয়া আমির

জাতিসংঘে পাকিস্তানি নারীদের জন্য নতুন জাতীয় শুভেচ্ছাদূত হলেন দেশটির আলোচিত অভিনেত্রী হানিয়া আমির। দেশটির দ্বিতীয় পাকিস্তানি নারী তারকা হিসেবে এই খেতাব লাভ করলেন তিনি।এর আগে ২০১৫ সালে প্রথম পাকিস্তানি নারী হিসেব শুভেচ্ছাদূত হয়েছিলেন মুনিবা মাজারি।

সংবাদমাধ্যম দ্য ডনের প্রতিবেদনে বলা হয়েছে, জাতিসংঘ তাদের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে ঘোষণা করেছে, দক্ষ অভিনয় ও সামাজিকমাধ্যমে প্রাসঙ্গিক বিষয়বস্তুর জন্য বহুল পরিচিত শক্তিশালী অভিনেত্রী হানিয়া আমির জাতিসংঘে নারীর জন্য নতুন শুভেচ্ছাদূত হিসেবে যুক্ত হয়েছেন।

সংস্থাটির পাকিস্তান অফিস জানিয়েছে, হানিয়া আমির সচেতনতা বৃদ্ধি, কার্যকর পদক্ষেপ গ্রহণ এবং পাকিস্তানে নারী ও মেয়েদের কণ্ঠস্বর জোরদার করার জন্য নিজের প্ল্যাটফর্ম ব্যবহার করবেন। জাতিসংঘ ও অভিনেত্রী প্রত্যাশা করে, সহিংসতা ও বৈষম্য থেকে মুক্ত হতে প্রতিটি নারী ও মেয়ে তার পূর্ণ সম্ভাবনা উপলব্ধি করতে পারবে।

দায়িত্ব গ্রহণ উপলক্ষে হানিয়া আমির বলেন, ইউএন উইমেনের জাতীয় শুভেচ্ছাদূত হওয়া আমার জন্য শুধু সম্মানের নয়, এটি এমন নারীদের প্রতিনিধিত্বের সুযোগ- যাদের কণ্ঠস্বর অনেক সময় শোনা যায় না।

সম্প্রতি আন্তর্জাতিক অঙ্গনেও বাড়ছে এই অভিনেত্রীর জনপ্রিয়তা। যুক্তরাষ্ট্রের হিউস্টন শহরে বিনোদন ও সামাজিক উদ্যোগে অবদানের স্বীকৃতি হিসেবে তিনি পেয়েছেন ‘গ্লোবাল স্টার অ্যাওয়ার্ড’।

হানিয়াকে শুভেচ্ছাদূত হিসেবে নিয়োগ প্রসঙ্গে ইউএন উইমেন পাকিস্তান-এর কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ জামশেদ এম. কাজি বলেন, হানিয়ার নিষ্ঠা, সাহস ও জনগণের সঙ্গে যোগাযোগের ক্ষমতা দেশের নারীদের অর্থনৈতিক অংশগ্রহণ ও ক্ষমতায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023 EU BANGLA NEWS