নয় মাসের প্রেম ভাঙল টম ক্রুজ-আরামাসের!

নয় মাসের প্রেম ভাঙল টম ক্রুজ-আরামাসের!

হলিউডের জনপ্রিয় তারকা টম ক্রুজ ও আনা ডে আরমাসের প্রেমের সম্পর্ক ভেঙে গেছে। নয় মাসের সম্পর্কে থাকার পর আলাদা হওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তারা।এমন খবর জানিয়েছে ব্রিটিশ গণমাধ্যম দ্য সান।

এ দুই তারকার এক ঘনিষ্ঠ সূত্র দ্য সানকে জানিয়েছে, টম ও আনা একসঙ্গে দারুণ সময় কাটিয়েছেন, তবে তাদের সম্পর্ক এখন শেষ হয়েছে। তারা আর প্রেমের সম্পর্কে নেই। তবে তারা ভালো বন্ধু হিসেবেই থাকতে চান। তারা বুঝতে পেরেছেন, সম্পর্কটা দীর্ঘস্থায়ী হওয়ার নয়, তাই বন্ধু হিসেবে থাকাই ভালো।

এদিকে জানা যায়, টম ক্রুজ ও আনা ডে আরমাস একসঙ্গে ‘ডিপার’ নামে একটি থ্রিলার সিনেমায় কাজ করার পরিকল্পনা করছিলেন। কিছু প্রতিবেদনে বলা হয়েছিল যে তাদের ব্যক্তিগত সম্পর্কের পরিবর্তনের কারণে সিনেমাটির কাজ স্থগিত করা হয়েছে।

তবে এই গুজবকে উড়িয়ে দিয়ে সূত্রটি জানিয়েছে, ‘আনাকে ইতিমধ্যেই তার পরের সিনেমাতে কাস্ট করা হয়েছে, তাই তারা একসঙ্গে কাজ চালিয়ে যাবেন। ’

‘নক আউট’, ‘নো টাইম টু ডাই’ ও অ্যাকশন মুভি ‘ব্যালেরিনার’ জন্য পরিচিত আনা ডে আরমাস এর আগে ২০২০ থেকে ২০২১ সাল পর্যন্ত বেন অ্যাফ্লেকের সঙ্গে সম্পর্কে জড়িয়েছিলেন। সেই সম্পর্ক ভাঙার পর অভিনেতা পল বুকেডাকিসের সঙ্গে প্রেম হয় আরমাসের। তবে সেই সম্পর্কও টেকেনি।

এদিকে, ২০১২ সালে কেটি হোমসের সঙ্গে বিবাহবিচ্ছেদের পর অনেকের সঙ্গেই টমের প্রেমের কথা শোনা গেছে। কোনো সম্পর্কেই থিতু হননি বিশ্বব্যাপী জনপ্রিয় এই তারকা।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023 EU BANGLA NEWS