১৬ লাশের ডিএনএ নমুনা সংগ্রহ, ময়নাতদন্ত সম্পন্ন

১৬ লাশের ডিএনএ নমুনা সংগ্রহ, ময়নাতদন্ত সম্পন্ন

মিরপুর অগ্নিকাণ্ড

রাজধানীর মিরপুর রূপনগর কেমিক্যাল গোডাউন ও পোশাক কারখানায় লাগা আগুনে ১৬ জনের মৃত্যুর ঘটনায় অবশিষ্ট আরও ১০টি লাশের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে। ময়নাতদন্তের পাশাপাশি প্রতিটি লাশ থেকে ডিএনএ নমুনা সংগ্রহ করা হয়েছে।

বৃহস্পতিবার (১৬অক্টোবর) দুপুর থেকে বিকেল সাড়ে ৫টা পর্যন্ত ১০ লাশের ময়নাতদন্ত সম্পন্ন হয় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে। ময়নাতদন্ত করেন ফরেনসিক মেডিসিনের প্রভাষক ডা. আয়েশা পারভীন পাশাপাশি সেই সময় উপস্থিত ছিলেন সিআইডির ফরেনসিকের ল্যাব পরীক্ষক শুভ জয় বৈদ্য।

শুভ জয় বৈদ্য বলেন, আজ ১০টি ও গতকাল বুধবার ৬টি মোট ১৬টি লাশের ময়নাতদন্ত ও ডিএনএ নমুনা সংগ্রহ করা হয়েছে। এছাড়া লাশের দাবিদারদের মালিবাগ সিআইডি ল্যাবে গিয়ে নমুনা দিতে বলা হয়েছে।

এরআগে লাশের সুরতহাল প্রতিবেদন করেন রূপনগর থানার উপ-পরিদর্শক (এসআই) মুখলেসুর রহমান লস্কর বলেন, ১০ লাশের মধ্যে পরিচয়বিহীন ৭ জন অজ্ঞাত হিসেবে আছে তাদের বয়স হবে আনুমানিক ২০ থেকে ৪০ বছর পাশাপাশি এদের মধ্যে একজন নারী বাকি ৬ জন পুরুষ।  

বাকিরা হলো- শরিয়তপুরের নড়িয়ার উপজেলার পুর্ব হালইসার গ্রামের মুছাই দেওয়ানের মেয়ে মুক্তা বেগম (৩০), সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার রাজাপুর গ্রামের রতন মিয়ার মেয়ে ফারজানা আক্তার (১৫) ও নেত্রকোনা মদন উপজেলার পদমশ্রী গ্রামের সনু মিয়ার মেয়ে ফারজানা আক্তার (১৬)।

এসআই বলেন, এছাড়া ২-৩টি লাশ একাধিক পরিবার নিজেদের বলে দাবি করেছে। ডিএনএ নমুনার প্রতিবেদন আসার পর স্বজনদের কাছে লাশ হস্তান্তর করা হবে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023 EU BANGLA NEWS