ফ্যাসিস্টের দোসর মাহিকে নিয়ে জাজের নতুন সিনেমা

ফ্যাসিস্টের দোসর মাহিকে নিয়ে জাজের নতুন সিনেমা

ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের আমলে সিনেমায় কাজের পাশাপাশি রাজনীতিতেও সরব ছিলেন চিত্রনায়িকা মাহিয়া মাহি। বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদকের দায়িত্বেও ছিলেন তিনি।এই পদ ব্যবহার করে নিয়েছেন নানা সুবিধাও।

একাদশ সংসদের উপনির্বাচনে চাঁপাইনবাবগঞ্জ-২ আসন থেকে আওয়ামী লীগের মনোনয়ন চেয়ে পাননি মাহি। এলাকা পরিবর্তন করেও দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজশাহী-১ (গোদাগাড়ী-তানোর) আসন থেকে আবারও দলীয় মনোনয়ন চাইলে দল তার ওপর ভরসা করতে পারেননি। ফলে ট্রাক প্রতীকে স্বতন্ত্র প্রার্থী হয়ে নির্বাচনে অংশ নিলে হেরে যান মাহি। শুধু তাই নয়, এমন ভরাডুবি হয় যে জামানতও হারান এ অভিনেত্রী। এরপর আর নতুন সিনেমায় দেখা মেলেনি তার।  

জুলাই-আগস্টে ছাত্র-জনতার আন্দোলনে আওয়ামী লীগ সরকারের পতনের পর অনেকটাই আত্মগোপনে ছিলেন মাহি। ২৪ সালের আগস্টে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে গিয়েছিলেন এই অভিনেত্রী। সেখানে প্রায় দেড় ঘণ্টা অপেক্ষায় রেখে জিজ্ঞাসাবাদ করা হয় তাকে। এক ভিডিওবার্তায় বিষয়টি জানিয়েছেন মাহি নিজেই।  

এ ঘটনার পর আবারও আড়ালে চলে যান মাহি। চলতি বছরের জুনে অনেকটা চুপিসারে দেশ ছাড়েন এবং যুক্তরাষ্ট্রে পাড়ি জমান ঢালিউডের এই তারকা। এবার তাকে নিয়ে নতুন সিনেমার ঘোষণা দিল প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়া। লেডি অ্যাকশন ঘরনার সিনেমাটির নাম ‘অন্তর্যামী’।

জানা গেছে, এটি পরিচালনা করবেন সৈকত নাসির। সিনেমার গল্প এগোবে মাহি ও একটি ৯ বছরের শিশুকে কেন্দ্র করে। এতে কোনো নায়ক থাকবে না।

জাজ মাল্টিমিডিয়া জানায়, ২০২৬ সালের জানুয়ারিতে যুক্তরাষ্ট্রে সিনেমাটির শুটিং শুরু হবে। এরপর থাইল্যান্ড এবং সবশেষে বাংলাদেশে এর শুটিং হবে। সিনেমাটির অ্যাকশন দৃশ্য পরিচালনা করবেন কলকাতার বাবা যাদব।

ইতোমধ্যেই একটি পোস্টার শেয়ার করা হয়েছে জাজের পক্ষ থেকে। যেখানে মাহির রহস্যময় উপস্থিতি দেখা গেছে। পোস্টারে যা লেখা তার বাংলা করলে দাঁড়ায়, সে ফিরে এসেছে। সে তোমার মন পড়তে পারে। সে সহজাতভাবেই। জোর করে বললে, সে খুন করতে প্রস্তুত।

এদিকে, মাহিকে সর্বশেষ অতিথি চরিত্রে দেখা যায় শাকিব খানের ‘রাজকুমার’ সিনেমায়। সেখানে তিনি শাকিব খানের মায়ের ভূমিকায় অভিনয় করেছিলেন।  

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023 EU BANGLA NEWS