মিরপুরে অগ্নিকাণ্ডে ৯ জন নিহত

মিরপুরে অগ্নিকাণ্ডে ৯ জন নিহত

রাজধানীর মিরপুরের শিয়ালবাড়ি এলাকায় একটি কেমিক্যাল গোডাউন ও একটি গার্মেন্টসে অগ্নিকাণ্ডের পর ঘটনাস্থল থেকে নয়জনের লাশ উদ্ধার করা হয়েছে। লাশগুলো মিলেছে গার্মেন্টস অংশে ভবনের দ্বিতীয় ও তৃতীয় তলায়।

মঙ্গলবার (১৪ অক্টোবর) বিকেলে ঘটনাস্থলে সাংবাদিকদের এ তথ্য জানান ফায়ার সার্ভিসের পরিচালক (অপারেশন ও মেইনটেন্যান্স) লেফটেন্যান্ট কর্নেল তাজুল ইসলাম চৌধুরী।

তিনি জানান, বলেন, আমাদের সার্চিং অপারেশন (তল্লাশি অভিযান) চলছে। এর মধ্যে আনুমানিক নয় লাশ উদ্ধার করা হয়েছে।

এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, লাশগুলো গার্মেন্টস অংশে মিলেছে। আমরা ধারণা করছি, প্রথমে কেমিক্যাল থেকে যে বিস্ফোরণের ঘটনা ঘটেছিল, সেই কেমিক্যালের বিষক্রিয়ায় তারা মারা গিয়ে থাকতে পারেন। অন্যরা বেরিয়ে গেলেও তারা হয়তো বেরোতে পারেননি। তবে বিস্তারিত তদন্তে বলা যাবে।

তাজুল ইসলাম চৌধুরী বলেন, পাশে আরেকটি যে কেমিক্যাল গোডাউন আছে সেখানে এখনো আগুন জ্বলছে। ঝুঁকির কারণে কাউকে ভেতরে যেতে দিচ্ছি না। তবে ড্রোনসহ সর্বোচ্চ প্রযুক্তি দিয়ে আগুন নেভানোর কাজ চলছে।

এর আগে ফায়ার সার্ভিস সদরদপ্তর থেকে মিডিয়া সেলের কর্মকর্তা তালহা বিন জসিম বাংলানিউজকে জানান, বেলা ১১টা ৪০ মিনিটে সংবাদ পেয়ে প্রথমে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট ঘটনাস্থলে পাঠানো হয়। পরে আরও তিনটি সেখানে যোগ দেয়।

আগুনের সূত্রপাত প্রসঙ্গে এই ফায়ার কর্মকর্তা বলেন, ফায়ার কর্মীরা ঘটনাস্থলে গিয়ে দুই প্রতিষ্ঠানে একসঙ্গে আগুন দেখেছেন। কেমিক্যাল গোডাউনে নাকি গার্মেন্টস থেকে আগুনের সূত্রপাত এটা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023 EU BANGLA NEWS