পাকিস্তান-আফগানিস্তানের সংঘাত ‘আপাতত’ স্থগিত

পাকিস্তান-আফগানিস্তানের সংঘাত ‘আপাতত’ স্থগিত

আফগানিস্তান জানিয়েছে, কাতার ও সৌদি আরবের আহ্বানে সাড়া দিয়ে ‘আপাতত সময়ের জন্য’ পাকিস্তানের সঙ্গে চলমান সংঘাত বন্ধ করা হয়েছে।

রোববার (১২ অক্টোবর) ভারতের নয়াদিল্লিতে এক সংবাদ সম্মেলনে আফগানিস্তানের পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকি এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, গত রাতে আমাদের সামরিক লক্ষ্য পূর্ণ হয়েছে। এরপর আমাদের বন্ধু কাতার ও সৌদি আরব সুপারিশ করেছে, এই দ্বন্দ্ব এখনই শেষ হওয়া উচিত। তাই আমরা আপাতত সংঘাত স্থগিত করেছি।

তিনি আরও বলেন, পাকিস্তানের জনগণ শান্তিপ্রিয় এবং আফগানিস্তানের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক চান। সাধারণ মানুষ আমাদের জন্য কোনো হুমকি নয়। তবে যখন কেউ আমাদের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপের চেষ্টা করে তখন আমাদের জনগণ, সরকার ও ধর্মীয় নেতারা দেশের স্বার্থে একযোগে লড়াইয়ে এগিয়ে আসে।

মুত্তাকি হুঁশিয়ারি দিয়ে বলেন, যদি পাকিস্তান সত্যিকারের শান্তি এবং বন্ধুত্বের আগ্রহ দেখাতে না চায়, তাহলে আফগানিস্তানের হাতে অন্য বিকল্পও রয়েছে।

গত শনিবার রাতভর আফগানিস্তান-সীমান্তে ব্যাপক সংঘাতের পর পাকিস্তান জানিয়েছে, তাদের সেনাদের হামলায় দুই শতাধিক আফগান তালেবান ও অন্যান্য যোদ্ধা নিহত হয়েছে। একই ঘটনায় পাকিস্তানি সেনার ২৩ সদস্য নিহত ও ২৯ জন আহত হয়েছেন।

আফগান তালেবানের মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ দাবি করেছেন, তাদের হামলায় পাকিস্তানি সেনার ৫৮ সদস্য নিহত হয়েছে। আফগানদের ৯ জন প্রাণ হারিয়েছেন।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023 EU BANGLA NEWS