বরগুনায় দুদকের ১৮৫তম গণশুনানি রোববার

বরগুনায় দুদকের ১৮৫তম গণশুনানি রোববার

সামাজিক সচেতনতা বৃদ্ধি, সরকারি, স্বায়ত্তশাসিত দপ্তর সংস্থাগুলোতে সেবার মান বৃদ্ধি, সেবাগ্রহিতাদের হয়রানি রোধ এবং দুর্নীতি প্রতিরোধের লক্ষ্যে রোববার (১২ অক্টোবর) বরগুনা জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে দুদকের ১৮৫তম গণশুনানি অনুষ্ঠিত হবে।

রোববার (১১ অক্টোবর) দুদক সূত্রে এ তথ্য জানা গেছে।

গণশুনানিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন দুর্নীতি দমন কমিশনের কমিশনার (তদন্ত)  মিঞা মুহাম্মদ আলি আকবার আজিজী। এছাড়া দুর্নীতি দমন কমিশনের মহাপরিচালক (প্রতিরোধ) মো. আক্তার হোসেন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।

গণশুনানিতে বিভিন্ন সরকারি অফিসে সেবা প্রাপ্তিতে হয়রানির শিকার বা সেবা বঞ্চিত সংক্ষুব্ধ জনসাধারণ তাদের অভিযোগগুলো বরগুনা জেলার সব সরকারি দপ্তর প্রধানদের উপস্থিতিতে কমিশনের সামনে তুলে ধরবেন। একই সঙ্গে সেবা বঞ্চিত জনসাধরণের উত্থাপিত অভিযোগের বিষয়ে দুদক কর্তৃক তাৎক্ষণিক সিদ্ধান্ত গ্রহণ করা হবে। সরকারি পরিষেবা প্রাপ্তি নিশ্চিতকরণ এবং সরকারি কর্মকর্তা-কর্মচারীদের মাঝে সততা, নিষ্ঠা, জবাবদিহিতা ও মূল্যাবোধ বৃদ্ধির মাধ্যমে দেশ থেকে দুর্নীতি নির্মূল করাই  ওই গণশুনানির মূল অভিপ্রায়।

গণশুনানিতে জনসাধারণের স্বতঃস্ফূর্ত অংশ গ্রহণে বরগুনার বিভিন্ন এলাকায় সপ্তাহব্যাপী মাইকিং, পোস্টার, লিফলেট বিতরণ, বুথ স্থাপন করে অভিযোগ সংগ্রহ, অভিযোগ বাক্স স্থাপনসহ বিভিন্ন গণমাধ্যমে দুদকের পক্ষ থেকে এরই মধ্যে ব্যাপক প্রচার-প্রচারণা করা হয়েছে। ওই গণশুনানির বিষয়ে ব্যাপক সাড়া পড়েছে। 

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023 EU BANGLA NEWS