জলবায়ু পরিবর্তনের ফলে অনেক মানুষ ঠিকানা হারাবে: উপদেষ্টা

জলবায়ু পরিবর্তনের ফলে অনেক মানুষ ঠিকানা হারাবে: উপদেষ্টা

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, জলবায়ু পরিবর্তনের ফলে অনেক মানুষ তাদের ঠিকানা হারাবে।  

শুক্রবার (১০ অক্টোবর) বিকেলে রাজধানীর আগারগাঁওয়ের ডাকভবনে ‘বিশ্ব ডাক দিবস ২০২৫’ এর সমাপনী দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, এনা ফ্রাঙ্কের ডায়েরি পাওয়া গিয়েছিল, তখন অনেকে ভেবেছিল এরপর হয়তো কাউকে এমন ডায়েরি লিখতে হবে না।  কিন্তু এখন হয়তো প্যালেস্টাইনে এমন ডায়েরি লিখছে। সেটা হয়তো অনেক দিন পর আবার আমাদের সামনে আসবে। এই যে নিজের মনের কথা লিখে রাখার সৃজনশীল বিষয়গুলো খুবই গুরুত্বপূর্ণ।

তিনি আরও বলেন, আমি এখন মন্ত্রণালয়ের ফাইলে লিখি। সারাক্ষণ কম্পিউটারে টাইপ টাইপ করতে লেখার ধরন নিজেও বুঝতে পারি না। আগে যখন আমরা চিঠি লিখতাম তখন হাতের লেখাও সুন্দরের বিষয়টাও ছিল। এখন যন্ত্রের যুগে হাতের লেখা কতটা সুন্দর ত মোটেও প্রাসঙ্গিক নয়। কমিনিউকেশনে ইজ ইম্পোর্ট্যান্ট। দ্রুত কমিনিউকেশনে যেমন জরুরি, তেমনি সঠিক তথ্যের কমিনিউকেশন জরুরি।

জলবায়ু পরিবর্তন বিষয়ক উপদেষ্টা বলেন, আমাদের ঠিকানা আপডেট না। জলবায়ু পরিবর্তনের তীব্রতায় যদি আমরা পড়ি, তাহলে উপকূলীয় অঞ্চলের বেশিরভাগ জেলা সমুদ্রের পানির নিচে চলে যাবে। তখন অনেক মানুষের ঠিকানা হারিয়ে যাবে। এই ঠিকানাগুলো সংরক্ষণ করতে আমাদের পরিবেশ ঠিক রাখতে হবে। এ ঠিকানাগুলো আমাদের ইতিহাস ঠিক রাখার জন্য জরুরি।   

ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব আব্দুন নাসের খানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) বিভাগের সচিব শীষ হায়দার চৌধুরী, ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি বিভাগের বিশেষ সহকারী ফয়েজ আহমেদ তৈয়ব।

অনুষ্ঠানে পত্রলিখন, চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন সৈয়দা রিজওয়ানা হাসান।  

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023 EU BANGLA NEWS