নারী ভক্তকে ২০০ কোটি টাকার সম্পত্তি কেন ফেরত দিয়েছিলেন সঞ্জয় দত্ত

নারী ভক্তকে ২০০ কোটি টাকার সম্পত্তি কেন ফেরত দিয়েছিলেন সঞ্জয় দত্ত

বলিউড অভিনেতা সঞ্জয় দত্ত ১৯৮১ সালে ‘রকি’ ছবির মাধ্যমে রূপালি পর্দায় আত্মপ্রকাশ করেন। প্রথম সিনেমাই সুপারহিট হওয়ায় আর পেছনে ফিরে তাকাতে হয়নি তাকে। দীর্ঘ ক্যারিয়ারে তিনি ১৩৫টিরও বেশি সিনেমায় অভিনয় করে গড়ে তুলেছেন বিশ্বজুড়ে অগণিত ভক্ত।

সেই ভক্তদের মধ্যে একজন নারী ভক্ত মৃত্যুর আগে নাকি অভিনেতার নামে বিপুল সম্পত্তি লিখে গিয়েছিলেন। সঞ্জয় দত্ত জানান, ২০১৮ সালে ওই নারী ভক্ত মারা যাওয়ার পর তার নামে প্রায় ১৫০ কোটি রুপির (বাংলাদেশি টাকায় প্রায় ১৯৯ কোটি) সম্পত্তি রেখে যান। তবে দত্ত সেই সম্পত্তি গ্রহণে অস্বীকৃতি জানান।

ওই ভক্তের নাম ছিল নিশা পাটেল। তিনি দীর্ঘদিন অসুস্থতার পর মারা যান। মৃত্যুর আগেই আইনি প্রক্রিয়ায় সঞ্জয় দত্তের নামে সম্পত্তি হস্তান্তরের ব্যবস্থা করেছিলেন। পরে আইনজীবীদের মাধ্যমে তা নিশার পরিবারের কাছে ফিরিয়ে দেন সঞ্জয় দত্ত।

যদিও এই ঘটনা এর আগেও একাধিকবার শেয়ার করেছেন সঞ্জয়। সম্প্রতি কপিল শর্মার শো’তে হাজির হন সঞ্জয় দত্ত ও সুনীল শেঠি। সেখানে তিনি এই গল্পটি আরেকবার বলেন।

সঞ্জয় দত্ত বলেন, ‘হঠাৎ একদিন থানার পক্ষ থেকে ফোন আসে। প্রথমে ভেবেছিলাম আবার কোনো ঝামেলায় জড়ালাম। পরে পুলিশ জানায়, এক মহিলা মারা গেছেন এবং তিনি তার সব সম্পত্তি আমার নামে লিখে গেছেন। আমি খোঁজ নিয়ে দেখি, দক্ষিণ মুম্বাইয়ে কয়েকটি বিল্ডিংসহ মোট সম্পত্তির মূল্য প্রায় ১৫০ কোটি রুপি। আমি বলি, আমি ওই মহিলাকে চিনি না, তবে তিনি নিশ্চয়ই আমার ভক্ত ছিলেন। তবুও তার সম্পত্তির ওপর আমার কোনো অধিকার নেই। এরপর আমি সম্পত্তি তার পরিবারের কাছে ফিরিয়ে দিই, শর্ত ছিল যেন তা সঠিকভাবে ব্যবহার করা হয়।’

এদিকে সঞ্জয় দত্তকে সম্প্রতি দেখা গেছে এ. হর্ষা পরিচালিত ‘বাঘি ৪’ সিনেমায় খলনায়কের ভূমিকায়। সিনেমাতে টাইগার শ্রফ অভিনয় করেছেন। 

সূত্র: দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023 EU BANGLA NEWS