ইচ্ছে হলে ১৫ দিনে ওজন কমাতে পারি: ঐশ্বরিয়া

ইচ্ছে হলে ১৫ দিনে ওজন কমাতে পারি: ঐশ্বরিয়া

একজন নারীর শরীরে মাতৃত্বের পর যে পরিবর্তন আসে, তা খুবই স্বাভাবিক। মা হওয়ার পর শরীরের গঠন বদলানো, ওজন বেড়ে যাওয়া- এসবকে এখনও অনেকেই নেতিবাচকভাবে দেখে থাকেন।সাধারণ নারী থেকে শুরু করে তারকারাও এর ব্যতিক্রম নন।

সন্তান জন্মের পর থেকে প্রায়ই চেহারা আর গড়ন নিয়ে কটাক্ষের শিকার হয়ে আসছেন বলিউড অভিনেত্রী ঐশ্বরিয়া রাই বচ্চন।

বিশ্বসুন্দরী খেতাব জয়ী এই অভিনেত্রীকে গেল কয়েক বছর ধরেই সামাজিকমাধ্যমে ওজন বৃদ্ধি, সাজপোশাক, এমনকি চুলের স্টাইল নিয়েও নানা রকম মন্তব্য শুনতে হয়েছে। অনেকেই বলছেন, মুখে ফোলাভাব এসেছে- অবধারিতভাবে ধারণা করছেন, হয়তো কোনও রকম অস্ত্রোপচার করিয়েছেন।

সম্প্রতি বিশ্বের মর্যাদাপূর্ণ কান চলচ্চিত্র উৎসবে ঐশ্বরিয়ার উপস্থিতি নজর কেড়েছে। তার ঝলমলে লুক মুগ্ধ করলেও, ওজন নিয়ে বিদ্রূপ করতে ছাড়েননি অনেকেই। কারও মন্তব্য, ‘চেহারায় আগের সেই লাবণ্য নেই’, আবার কেউ লিখেছেন, ‘মুখ ফুলে গিয়েছে, আর ভালো লাগে না। ’

এসব নেতিবাচক মন্তব্য নিয়ে এবার মুখ খুলেছেন ঐশ্বরিয়া নিজেই। সরাসরি জানিয়ে দিলেন, “আমি মোটা হয়েছি তো আপনাদের কী সমস্যা হয়েছে? আমার চেহারা নিয়ে আপনাদের এত আগ্রহ কেন?”

তিনি আরও বলেন, “এই মুহূর্তে আমি আমার মেয়ে আরাধ্যার বিষয়েই সবচেয়ে বেশি ভাবি। আমার ওজন নিয়ে আমি চিন্তিত নই। চাইলে ১৫ দিনের মধ্যেই ওজন কমিয়ে ফেলতে পারি। কিন্তু আমি যেমন আছি, তাতেই ভালো আছি। অন্যরা কী ভাবল, তাতে আমার কিছু যায় আসে না। ”

নিজের মত প্রকাশে দ্বিধাহীন এই অভিনেত্রী আরও একবার প্রমাণ করলেন, শরীর নয়, ব্যক্তিত্বই একজন নারীর সবচেয়ে বড় শক্তি।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023 EU BANGLA NEWS