পথচারী-সাইকেলবান্ধব সড়কের দাবিতে পদযাত্রা

পথচারী-সাইকেলবান্ধব সড়কের দাবিতে পদযাত্রা

সড়কের ফুটপাতে হাঁটার সুবিধা নিশ্চিতকরণ ও সাইকেলবান্ধব সড়ক নির্মাণের দাবিতে তরুণদের পদযাত্রা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৩ মে) সকালে বিশ্ব সড়ক নিরাপত্তা সপ্তাহ-২০২৫ উপলক্ষে রাজধানীর মানিক মিয়া এভিনিউতে এ পদযাত্রা অনুষ্ঠিত হয়।সংসদ ভবনের দক্ষিণ পাশ থেকে খামারবাড়ি মোড় পর্যন্ত এই কর্মসূচির আয়োজন করে বিআরটিএ, ঢাকা আহ্ছানিয়া মিশন ও বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি।  

পদযাত্রায় বক্তারা বলেন, সড়কে দীর্ঘ যানজটে প্রতিদিন নষ্ট হচ্ছে মূল্যবান কর্মঘণ্টা। এই সংকট সমাধানে বিকল্প হিসেবে সাইকেল ও হাঁটা হতে পারে কার্যকর উপায়। এজন্য প্রয়োজন নিরাপদ অবকাঠামো ও সড়ক নিরাপত্তা আইন বাস্তবায়ন।
তারা আরও বলেন, সুস্থ জীবনধারা, পরিবেশ রক্ষা ও সড়ক দুর্ঘটনা কমাতে সাধারণ মানুষের হাঁটা ও সাইকেল চালানোর অভ্যাস গড়ে তোলা জরুরি।

আহ্ছানিয়া মিশনের ইয়ুথ ফোরাম ফর হেলথ অ্যান্ড ওয়েলবিয়িং-এর সদস্য এস জেড অপু ও রেড ক্রিসেন্টের যুব কমিটির আহ্বায়ক মো. রায়হান রহমানের নেতৃত্বে তরুণ প্রতিনিধিরা বিআরটিএ পরিচালক শীতাংশু শেখর বিশ্বাসের কাছে সড়ক নিরাপত্তা আইন প্রণয়নের দাবি তুলে ধরেন এবং একটি স্মারকলিপি হস্তান্তর করেন।  

পদযাত্রায় উপস্থিত ছিলেন বিআরটিএ-এর রোড সেফটি পরিচালক শীতাংশু শেখর বিশ্বাস, উপপরিচালক মো. নাজমুল হক, ঢাকা আহ্ছানিয়া মিশনের স্বাস্থ্য সেক্টরের উপপরিচালক মো. মোখলেছুর রহমান, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির যুব ও স্বেচ্ছাসেবক বিভাগের উপপরিচালক মুনতাসির মাহমুদ, রোড সেফটি প্রকল্পের সমন্বয়কারী শারমিন রহমান, তামাক নিয়ন্ত্রণ প্রকল্প সমন্বয়কারী শরিফুল ইসলামসহ তিন সংগঠনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও কর্মচারীরা।  

বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও ইয়ুথ গ্রুপের প্রায় ২০০ তরুণ-তরুণী পদযাত্রায় অংশ নেন।  

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023 EU BANGLA NEWS