ঢাকা অচলের হুঁশিয়ারি ইশরাক সমর্থকদের

ঢাকা অচলের হুঁশিয়ারি ইশরাক সমর্থকদের

বিএনপি নেতা ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র হিসেবে শপথ পড়ানোর দাবিতে গত কয়েকদিন ধরেই আন্দোলন করছেন তার সমর্থকেরা। তারা বুধবার (২১ মে) সকাল ১০টা পর্যন্ত আল্টিমেটাম দিয়েছেন।

সমর্থকেরা বলছেন, এই সময়ের মধ্যে ইশরাক হোসেনকে দায়িত্ব বুঝিয়ে দেওয়ার বিষয়ে কোনো সিদ্ধান্ত না এলে আরও কঠোর কর্মসূচি ঘোষণা দেওয়া হবে। তারা ঢাকা অচল করে দেওয়ার হুঁশিয়ারিও দিয়েছেন।

মঙ্গলবার বিকেলে নগর ভবনের সামনে অস্থায়ী মঞ্চ থেকে সাবেক সচিব মশিউর রহমান বলেন, আমরা আগামীকাল সকাল ১০টা পর্যন্ত অপেক্ষা করব। এর মধ্যে ইশরাক হোসেনকে মেয়রের দায়িত্ব বুঝিয়ে দেওয়ার বিষয়ে সিদ্ধান্ত না এলে বুধবার সকাল ১০টায় একত্রিত হয়ে আরও কঠোর কর্মসূচি দেব।  

ইশরাক হোসেনকে দায়িত্ব বুঝিয়ে দেওয়ার দাবিতে গত বুধবার থেকে আন্দোলনে নেমেছেন তার সমর্থকেরা। সেই আন্দোলনের অংশ হিসেবে আজ সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত নগর ভবনের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন তারা।  

২০২০ সালের ১ ফেব্রুয়ারি ঢাকা দক্ষিণ সিটির মেয়র পদে নির্বাচন অনুষ্ঠিত হয়। সেই নির্বাচনে ব্যাপক অনিয়ম ও জালিয়াতির অভিযোগ ওঠে। কিন্তু তাতে জিতে যান শেখ ফজলে নূর তাপস।  ওই নির্বাচনে বিএনপির প্রার্থী ছিলেন ইশরাক হোসেন।  

গত বছর গণঅভ্যুত্থানের পর চলতি বছরের ২৭ মার্চ একটি নির্বাচনী ট্রাইব্যুনাল ইশরাক হোসেনকে ওই নির্বাচনে বিজয়ী ঘোষণা করেন। এরপর ইশরাককে মেয়র ঘোষণা করে গত ২৭ এপ্রিল গেজেট দেয় নির্বাচন কমিশন (ইসি)।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023 EU BANGLA NEWS