বর্তমানে নতুন স্বৈরাচারের আশঙ্কা রয়েছে: সলিমুল্লাহ খান

বর্তমানে নতুন স্বৈরাচারের আশঙ্কা রয়েছে: সলিমুল্লাহ খান

চট্টগ্রামে সেমিনার

লেখক ও অধ্যাপক সলিমুল্লাহ খান বলেছেন, বর্তমানে নতুন স্বৈরাচারের আশঙ্কা রয়েছে। এটি ইতিহাসের মধ্যেই দেখা যাচ্ছে। একটি স্বৈরাচারের পরে যে নির্যাতিত হয়, সে অপরকে নির্যাতন করে। এটি হলো প্রকৃতির নিয়ম। সেটি যেন না হয়, তার রক্ষার পথ জানতে হবে।

আজ সোমবার বেলা দুইটার দিকে চট্টগ্রামের সরকারি সিটি কলেজের এক সেমিনারে বক্তব্যে তিনি এ কথাগুলো বলেন। কলেজটির ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগ এই সেমিনারের আয়োজন করেছিল। কলেজ মিলনায়তনে হওয়া এই সেমিনারের শিরোনাম ছিল ‘সংকটের তিন চেহারা: রাষ্ট্র, জাতি ও জনগণ’।

মানবিক করিডর নিয়ে অধ্যাপক সলিমুল্লাহ খান বলেন, ‘মানবিক করিডর বিষয়টি রোহিঙ্গা সমস্যার সঙ্গে জড়িত। মার্কিন যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে বিরোধ রয়েছে। এই বিরোধের মধ্যে জড়ালে আমাদের কী হবে, এটা বলা মুশকিল। তবে সমস্যাটা বাস্তব। রোহিঙ্গাদের ফেরত দেওয়া দরকার।’

গত স্বৈরাচার আমল কীভাবে ১৫ থেকে ১৬ বছর স্থায়ী হলো, এই প্রশ্ন করে সলিমুল্লাহ খান বলেন, ‘স্বৈরাচার তো আগেই শুরু হয়েছে। র‍্যাবের কথা ধরুন, র‍্যাব তৈরি হয়েছে বিএনপির আমলে। ক্রসফায়ার তখন থেকেই শুরু হয়েছে। শেখ হাসিনা সে ধারা অব্যাহত রেখেছে। ন্যায়বিচারের পরিপন্থী শেখ হাসিনার বিচার চাওয়ার সঙ্গে সঙ্গে বিএনপিরও বিচার চাওয়া উচিত। সে বিচার চাইতে কি আপনারা প্রস্তুত আছেন? যদি না থাকেন, তাহলে আপনার কথা না বলাই ভালো।’

অন্তর্বর্তীকালীন সরকারের সমালোচনা করার সময় এখনই নয় বলে মনে করেন সলিমুল্লাহ খান। তিনি বলেন, ‘অন্তর্বর্তীকালীন সরকারের সমালোচনা করা এখন প্রিম্যাচিউর হবে। দৌড় শেষ হওয়ার আগে কোনো ব্যক্তির সমালোচনা করা উচিত হবে না। তবে অন্তর্বর্তীকালীন সরকারপ্রধান হিসেবে ডক্টর ইউনূসের চেয়ে ভালো ব্যক্তি ছিল না। তিনি ব্যর্থ হলে দায় আমাদেরও।’

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023 EU BANGLA NEWS