সাম্য হত্যায় যারা ভিন্ন বয়ান তৈরি করছে, তাদেরও বিচার চায় ছাত্রদল

সাম্য হত্যায় যারা ভিন্ন বয়ান তৈরি করছে, তাদেরও বিচার চায় ছাত্রদল

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শাহরিয়ার আলম সাম্য হত্যার ঘটনায় একটি গোষ্ঠী ভিন্ন ন্যারেটিভ বা বয়ান দাঁড় করানোর চেষ্টা করছে- এমন অভিযোগ করে তাদেরও বিচারের আওতায় আনার দাবি জানিয়েছে ছাত্রদল।

সোমবার (১৯ মে) সন্ধ্যায় মশাল মিছিল শেষে উপাচার্যের বাসভবনের সামনে সমাবেশে ঢাবি ছাত্রদল শাখার সভাপতি গণেশ চন্দ্র রায় সাহস তাদের বিচারের দাবি জানান।

এ সময় তিনি ‘৯ মাসে ক্যাম্পাসে নিরাপত্তা দিতে ব্যর্থ হওয়ায়’ উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমেদ খান এবং প্রক্টর সাইফুদ্দীন আহমেদের পদত্যাগ দাবি করেন।

এর আগে, সন্ধ্যা ৭টায় বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্য থেকে মশাল মিছিল শুরু করে ছাত্রদল। মিছিলে নেতাকর্মীরা সাম্য হত্যার ঘটনায় প্রকৃত অপরাধীদের গ্রেপ্তার এবং উপাচার্য ও প্রক্টরের পদত্যাগ চেয়ে একাধিক স্লোগান দেন।

মিছিলটি বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিন হয়ে ক্যাম্পাস প্রদক্ষিণ করে উপাচার্যের বাসভবনের সামনে এসে শেষ হয়।

মিছিলে গণেশ চন্দ্র রায় সাহস বলেন, সাম্য হত্যার ছয় দিন হয়ে গেল, অথচ উপাচার্য-প্রক্টর কিছু জানেন না। আমরা ছয় দিন ধরে সহিষ্ণু আচরণ করছি। সাম্যর হত্যাকারীদের শনাক্ত করা হয়নি। আমরা উদ্বিগ্ন।

তিনি বলেন, সাম্য জুলাই-আগস্টের সম্মুখসারির যোদ্ধা ছিলেন। এই হত্যাকাণ্ডকে কেন্দ্র করে ভিন্ন বয়ান দাঁড় করানোর চেষ্টা করা হচ্ছে। সেটি উপাচার্য-প্রক্টরের পক্ষে যাচ্ছে, যারা বিভিন্ন ন্যারেটিভ বা বয়ান দাঁড় করাচ্ছে, তাদেরও বিচারের আওতায় আনতে হবে।

ছাত্রদলের শাখার সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান শিপনের সঞ্চালনায় সমাবেশে আরও উপস্থিত ছিলেন ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি মাসুম বিল্লাহ, সহ-সভাপতি আনিসুর রহমান অনিক, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক নাছির উদ্দিন শাওন প্রমুখ।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের শিক্ষার্থী শাহরিয়ার আলম সাম্য গত ১৩ মে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে দুর্বৃত্তের ছুরিকাঘাতে নিহত হন। এরপর থেকে নিরাপদ ক্যাম্পাস নিশ্চিতে ব্যর্থ হওয়ার অভিযোগ তুলে উপাচার্য ও প্রক্টরের পদত্যাগ চেয়ে লাগাতার কর্মসূচি পালন করছে ছাত্রদল।  

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023 EU BANGLA NEWS