৩১ দফার মাধ্যমে বাংলাদেশ সমৃদ্ধিশালী রাষ্ট্রে পরিণত হবে: জিন্নাহ কবীর

৩১ দফার মাধ্যমে বাংলাদেশ সমৃদ্ধিশালী রাষ্ট্রে পরিণত হবে: জিন্নাহ কবীর

বিএনপির ঘোষিত ৩১ দফার মাধ্যমে বাংলাদেশ সুখী, সমৃদ্ধিশালী রাষ্ট্রে পরিণত হবে বলে আশা করেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য এস এ জিন্নাহ কবীর।

তিনি বলেছেন, রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফার মাধ্যমে দেশের কৃষক, তরুণ প্রজন্ম ও সাধারণ মানুষের ভাগ্যের পরিবর্তন ঘটবে।এতে বাংলাদেশ সুখী, সমৃদ্ধিশালী রাষ্ট্রে পরিণত হবে।

শনিবার (১৭ মে) বিকেলে মানিকগঞ্জের ঘিওর উপজেলার বানিয়াজুরী ইউনিয়ন সরকারি স্কুল অ্যান্ড কলেজ মাঠে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা ও মানবিক রাষ্ট্র গঠনের লক্ষ্যে প্রচারণা সভায় জিন্নাহ কবীর তার আশার কথা জানান।

সভায় প্রধান অতিথি হিসেবে যোগ দিয়েছিলেন এস এ জিন্নাহ কবীর। তিনি বলেন, দেশের কৃষিজীবীরা যদি তাদের মূল্যবান ভোট দিয়ে জাতীয়তাবাদী দলকে রাষ্ট্র পরিচালনার সুযোগ দেন, বিএনপি সরকার গঠনের পর তাদের উৎপাদিত ফসলের ন্যায্যমূল্য নিশ্চিত করবেন তারেক রহমান। চিকিৎসাসেবার অভাবে যদি কোনো কৃষক দুর্ভোগে পড়েন, সেটাও রাষ্ট্রের দায়িত্বে থাকবে।

বিএনপির নেতাকর্মীদের তারেক রহমান নির্দেশ দিয়েছেন জনগণের পাশে থাকতে, জনগণকে সঙ্গে রাখতে। ৩১ দফার বার্তা ঘরে ঘরে পৌঁছে দিতে, জনগণের সঙ্গে আলোচনা করে ধানের শীষ প্রতীকে ভোট চাইতে। এস এ জিন্নাহ কবীর সেই লক্ষ্য বাস্তবায়ন করার চেষ্টা করছেন বলে জানান।

বিভ্রান্তিকর প্রচার থেকে সবাইকে সাবধানে থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, জাতীয়তাবাদী দলের কর্মসূচি নিয়ে যারা গুজব ছড়াচ্ছেন কিংবা দলের ত্যাগী নেতাকর্মীদের নিয়ে অপপ্রচার চালাচ্ছেন, তাদের বিরুদ্ধে দুর্বার প্রতিরোধ গড়ে তোলা হবে। খেটে খাওয়া কৃষকদের তিন ফসলি জমির মাটি যারা জোরপূর্বক কেটে বাণিজ্য করছেন, তারা সাবধান হয়ে যান। তা না হলে পরিণতি ভালো হবে না।

সভায় সভাপতিত্ব করেন ঘিওর উপজেলার বানিয়াজুরী ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক ফারুক প্রধান। সঞ্চালনায় ছিলেন ইউনিয়ন যুবদলের সভাপতি সুজন আহম্মেদ।

এতে আরও উপস্থিত ছিলেন— মানিকগঞ্জ জেলা যুবদলের আহ্বায়ক কাজী মোস্তাক হোসেন দিপু, জেলা কৃষক দলের সিনিয়র সহ-সভাপতি মাসুদুর রহমান মাসুদ, জেলা বিএনপির সাবেক কৃষিবিষয়ক সম্পাদক লোকমান হোসেন, জেলা কৃষক দলের সাবেক আহ্বায়ক জামিল উদ্দিন মনি, শিবালয় বিএনপির সাংগঠনিক সম্পাদক নাছির উদ্দিন, ঘিওর উপজেলার স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শওকত আলী খান, শিবালয় উপজেলা যুবদলের আহ্বায়ক হোসেন আলী, জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আসিফ ইকবাল রনি, ঘিওর বিএনপির স্থানীয় সরকার সম্পাদক মোহাম্মদ রাজা মিয়া এবং শিবালয়, ঘিওর ও দৌলতপুর উপজেলা থেকে আগত শত শত নেতাকর্মী।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023 EU BANGLA NEWS