রাজধানীতে ‘নারীর ডাকে মৈত্রী যাত্রা’

রাজধানীতে ‘নারীর ডাকে মৈত্রী যাত্রা’

নারীর সম-অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠার দাবিতে ‘নারীর ডাকে মৈত্রী যাত্রা’ কর্মসূচি শুরু হয়েছে।

শুক্রবার (১৬ মে) দুপুর ২টার দিকে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে প্রগতিশীল নারী, শ্রমিক, শিক্ষার্থী, সাংস্কৃতিক এবং পেশাজীবী সংগঠনগুলোর উদ্যোগে এ কর্মসূচি শুরু হয়।

আয়োজক সূত্রে জানা গেছে, ৫১টি প্রগতিশীল নারী, শিক্ষার্থী, সাংস্কৃতিক, শ্রমিক ও পেশাজীবী সংগঠন এ কর্মসূচিতে সংহতি প্রকাশ করে অংশ নিয়েছে।

আয়োজকদের দাবি, জুলাই গণঅভ্যুত্থান-পরবর্তী সময়ে এটি হবে নারীর প্রতি সহিংসতার বিরুদ্ধে এবং নারীর অধিকার রক্ষায় একটি মাইলফলক কর্মসূচি।

কর্মসূচি শুরুর আগে থেকেই রাজধানীর বিভিন্ন এলাকা থেকে নানা বয়সী নারীরা ব্যানার, ফেস্টুন ও প্ল্যাকার্ড হাতে নিয়ে মানিক মিয়া অ্যাভিনিউতে জড়ো হন। কর্মসূচির শুরুতে সেখানে নারীর অধিকার বিষয়ে বিভিন্ন ধরনের আর্ট পারফর্মেন্স অনুষ্ঠিত হয়। পরে একটি বর্ণাঢ্য মিছিল আয়োজনের পরিকল্পনার কথাও জানান আয়োজকরা।  মিছিল শুরুর পূর্বে নারীদের বিভিন্ন অধিকার সম্বলিত একটি ঘোষণাপত্র পাঠ করা হয়।

এর আগে এক বিবৃতিতে বলা হয়, নারী বিদ্বেষী কর্মকাণ্ড, নারীর প্রতি অবমাননার প্রতিবাদে, সমমর্যাদা ও সম-অধিকারের দাবিতে এ মৈত্রী যাত্রার আয়োজন করা হয়েছে।  

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023 EU BANGLA NEWS