বাংলাদেশ আন্তর্জাতিক শিক্ষামেলা ২০২৫

বাংলাদেশ আন্তর্জাতিক শিক্ষামেলা ২০২৫

ছুটির দিনে আইসিসিবিতে শিক্ষার্থীদের ঢল

রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) চলছে তিন দিনব্যাপী ৬০তম ‘বাংলাদেশ আন্তর্জাতিক শিক্ষামেলা ২০২৫’।  

বৃহস্পতিবার (১৫ মে) শুরু হওয়া এ মেলায় শুক্রবার (১৬ মে) ছুটির দিনে শিক্ষার্থী ও অভিভাবকদের পদচারণায় মুখর হয়ে উঠেছে।

‘চলো বিশ্বজয়ের স্বপ্ন নিয়ে’ স্লোগানে আয়োজিত এ আন্তর্জাতিক শিক্ষামেলায় দেখা গেছে বিদেশে উচ্চশিক্ষা গ্রহণে আগ্রহীদের উপচে পড়া ভিড়।

সকাল থেকেই আইসিসিবির ১ নং হলে ভিড় করতে শুরু করেন শিক্ষার্থী ও তাদের অভিভাবকরা। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের স্টলে গিয়ে তারা বিদেশে পড়াশোনার সুযোগ, ভর্তি প্রক্রিয়া, স্কলারশিপ এবং ক্যারিয়ার বিষয়ক নানা তথ্য জানার জন্য আগ্রহ দেখাচ্ছেন। মেলায় অংশগ্রহণকারী বিভিন্ন শিক্ষা পরামর্শক প্রতিষ্ঠানের প্রতিনিধিরাও আগতদের বিস্তারিত তথ্য ও দিকনির্দেশনা দিচ্ছেন।

যুক্তরাজ্যের স্বনামধন্য এংলিয়া রাসকিন ইউনিভার্সিটি, লন্ডন এ শিক্ষামেলার প্রধান পৃষ্ঠপোষক।  

এছাড়াও স্মার্ট বি, এডুওয়াইজ, এডুল্যান্স, ঢাকা আইইএলটিএস সেন্টার, নলেজ হাব, এসটিসি ও ইউনিভার্সিটি অব সাউথ ওয়েলস মেলায় সহযোগী পৃষ্ঠপোষক হিসেবে অংশগ্রহণ করেছে।

আয়োজক প্রতিষ্ঠান ফেয়ার কনভেনার এবং এডুল্যান্স-এর প্রতিষ্ঠাতা ও সিইও মাহমুদ গালিব মেলার তাৎপর্য তুলে ধরে বলেন, শিক্ষা কেবল একটি সনদ নয়, এটি একটি শক্তি যা ব্যক্তি, সমাজ এবং একটি জাতিকে উন্নত করতে পারে।  

তিনি আরও বলেন, ফেয়ার কনভেনার ও এডুল্যান্সের মাধ্যমে তাদের লক্ষ্য হলো তরুণ প্রজন্মকে সঠিক তথ্য ও গাইডেন্স প্রদানের মাধ্যমে আন্তর্জাতিক মানের উচ্চশিক্ষার সুযোগ তৈরি করে তাদের স্বপ্ন বাস্তবায়নে সহায়তা করা।

মেলায় অংশগ্রহণকারী ভাইভ এডুকেশন গ্রুপ লন্ডনের ডিরেক্টর মো. সাব্বির খান এ শিক্ষামেলাকে শুধু একটি প্রদর্শনী না বলে শিক্ষার্থীদের স্বপ্ন পূরণের একটি মঞ্চ হিসেবে অভিহিত করেন। তিনি শিক্ষার্থীদের চাহিদা ও আকাঙ্ক্ষাকে সম্মান জানিয়ে তাদের পাশে থাকার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

আয়োজকরা জানান, প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত এ মেলা সবার জন্য উন্মুক্ত এবং প্রবেশ সম্পূর্ণ বিনামূল্যে। মেলায় বিশ্বের ৪৫টিরও বেশি দেশের ২৫০০-এর অধিক বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিত্ব করছে বাংলাদেশের শীর্ষস্থানীয় ৪০টি শিক্ষা বিষয়ক প্রতিষ্ঠান ও পরামর্শক সংস্থা। শিক্ষার্থীরা সরাসরি বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিদের সঙ্গে কথা বলার, ভর্তি আবেদন প্রক্রিয়া সম্পর্কে জানার, বৃত্তির সুযোগ সম্পর্কে বিস্তারিত জানার এবং ক্যারিয়ার বিষয়ক মূল্যবান পরামর্শ নেওয়ার সুযোগ পাচ্ছেন।

আয়োজকদের পক্ষ থেকে আরও জানানো হয়, আগামীকাল শনিবার এ মেলা শেষ হবে। যারা বিদেশে উচ্চশিক্ষার বিষয়ে আগ্রহী, তাদের জন্য এ মেলা একটি দারুণ সুযোগ। মেলায় অংশ নিয়ে শিক্ষার্থীরা তাদের ভবিষ্যৎ শিক্ষা এবং ক্যারিয়ার নিয়ে সঠিক দিকনির্দেশনা পেতে পারেন।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023 EU BANGLA NEWS