চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের লিখিত পরীক্ষার সূচি প্রকাশ, পরীক্ষার্থী ৩৪৬৯ জন

চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের লিখিত পরীক্ষার সূচি প্রকাশ, পরীক্ষার্থী ৩৪৬৯ জন

চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের উপসহকারী প্রকৌশলী পদে আবেদনকারী প্রার্থীদের লিখিত পরীক্ষার সময়সূচি প্রকাশিত হয়েছে। সময়সূচি অনুযায়ী ১৭ মে এ পরীক্ষা অনুষ্ঠিত হবে। ৩ হাজার ৪৬৯ প্রার্থী পরীক্ষায় অংশ নেবেন।

এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ১৭ মে বেলা দুইটা থেকে একযোগে পাঁচটি কেন্দ্রে লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে। কেন্দ্রগুলো হলো চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ বালিকা উচ্চবিদ্যালয় (১১০০), চট্টগ্রাম বন্দর মহিলা কলেজ (৬০০), চট্টগ্রাম বন্দর কলেজ (৭০০), চট্টগ্রাম কর্তৃপক্ষ উচ্চবিদ্যালয় (৬০০) ও বন্দর উত্তর আবাসিক এলাকা প্রাথমিক বিদ্যালয় (৪৬৯)।

চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের অফিশিয়াল ওয়েবসাইটে লগইন করে প্রার্থীরা প্রবেশপত্র সংগ্রহ করতে পারবেন। সংশ্লিষ্ট প্রার্থীদের মোবাইলে এ–সংক্রান্ত এসএমএস পাঠানো হবে। প্রার্থীদের অনুকূলে ডাকযোগে কোনো ইন্টারভিউ কার্ড প্রেরণ করা হবে না।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023 EU BANGLA NEWS