News Headline :
সিসি ক্যামেরা ঘুরিয়ে চুরি, ৭৪ লাখ টাকাসহ চোর গ্রেপ্তার

সিসি ক্যামেরা ঘুরিয়ে চুরি, ৭৪ লাখ টাকাসহ চোর গ্রেপ্তার

রাজধানীর হাতিরঝিল এলাকায় একটি বাসায় চাঞ্চল্যকর চুরির ঘটনায় মামলায় চুরি হওয়া ৭৪ লাখ টাকা উদ্ধারসহ চোরকে গ্রেপ্তার করেছে ডিএমপির হাতিরঝিল থানা পুলিশ। গ্রেপ্তার চোরের নাম মো. উজ্জল (৩১)।

বৃহস্পতিবার (১৫ মে) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য নিশ্চিত করেন।

গত মঙ্গলবার রাতে গাজীপুর সদর থানাধীন মৌবাগ এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করা হয়।

হাতিরঝিল থানা সূত্রে জানা যায়, রাজধানীর হাতিরঝিল থানাধীন পশ্চিম রামপুরার মহানগর প্রজেক্টে কক্সবাজারের হোটেল সি প্যালেসের মালিক এ.এস.এম আলাউদ্দিন ভূইয়ার বাসায় একটি চাঞ্চল্যকর চুরির ঘটনা ঘটে। আলাউদ্দিন ভূইয়া গত ১০ মে  হাতিরঝিল থানায় অভিযোগ করেন তার বাসার কেয়ারটেকার মো. উজ্জ্বল তার বাসা থেকে এক কোটি ৫০ লাখ টাকা, ৪০ ভরি স্বর্ণালংকার (আনুমানিক মূল্য ৬০ লাখ টাকা) এবং ৭,০০০ মার্কিন ডলার চুরি করে পালিয়ে গেছে। এ অভিযোগের ভিত্তিতে উজ্জ্বলসহ তার স্ত্রী মোছা. নাসরিন ও উজ্জ্বলের মা লুৎফার বিরুদ্ধে হাতিরঝিল থানায় একটি মামলা করা হয়।

মামলার এজাহারে বলা হয়, আলাউদ্দিন ভূইয়া গত ৩ মে সকালে কক্সবাজারে তার হোটেল তদারকির জন্য রওনা হন। এর আগে ২ মে তিনি তার বাসায় কর্মরত কেয়ারটেকার উজ্জ্বলকে গ্রামের বাড়িতে ছুটিতে যাওয়ার অনুমতি দেন। আলাউদ্দিন ভূইয়া ৬ মে ঢাকায় ফিরে আসেন এবং ৮ মে রাতে তার মেয়ে ব্যারিস্টার ফারজানা আক্তারের সঙ্গে বাসার স্টিলের আলমারি খুলে দেখেন তা খোলা এবং ভেতরে রক্ষিত স্বর্ণালংকার ও টাকা নেই। সিসিটিভি ফুটেজে তারা দেখতে পান, ২ মে সন্ধ্যা উজ্জ্বল বাসার সিসি ক্যামেরাগুলো ওপরের দিকে ঘুরিয়ে দেয় এবং আলাউদ্দিন ভূইয়ার কক্ষে প্রবেশ করে। পরদিন ৩ মে  উজ্জ্বল একটি ব্যাগ কাঁধে নিয়ে বাসা থেকে বেরিয়ে যায়। উজ্জল ব্যবসায়ী আলাউদ্দিন ভূইয়ার কক্সবাজারের হোটেলে ছয় বছর আগে বাবুর্চি হিসেবে কাজ করত এবং ২০১৯ সাল থেকে ঢাকায় তার বাসায় কেয়ারটেকার হিসেব কর্মরত ছিল। আলাউদ্দিন ভূইয়ার স্ত্রীর মৃত্যুর পর উজ্জ্বল বাসার যাবতীয় কাজ করতো এবং আলমারির লকারের পাসওয়ার্ড জানতো।

মামলাটি তদন্তকালে সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ, গোয়েন্দা তথ্য ও প্রযুক্তির সহায়তায় দ্রুত উজ্জ্বলের অবস্থান শনাক্ত করা হয়। এরপর গাজীপুর সদর থানাধীন মৌবাগ এলাকায় উজ্জ্বলের ভাড়া বাসায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার দেখানো মতে তার বাসার আলমারি থেকে ৬০ লাখ টাকা উদ্ধার করা হয়। জিজ্ঞাসাবাদে উজ্জ্বল স্বীকার করে যে, চুরি করা টাকা দিয়ে সে একটি আলমারি ও ফ্রিজ কিনেছে, যা পরে পুলিশ জব্দ করে।

থানা সূত্রে আরও জানা যায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে উজ্জ্বল জানায় চুরি করা আরও ১৪ লাখ টাকা গাজীপুর সদর থানাধীন শিমুলতলী বাজারে তার ভগ্নিপতির বাড়িতে লুকিয়ে রেখেছে। পরে বিকেলে পুলিশ তার ভগ্নিপতির বাড়ির শয়নকক্ষের খাটের নিচ থেকে ওই ১৪ লাখ টাকা উদ্ধার করে।

গ্রেপ্তার উজ্জ্বলকে আদালতে হাজির করা হলে দোষ স্বীকার করে জবানবন্দি দেন এবং চুরি সংক্রান্তে গুরুত্বপূর্ণ তথ্য প্রদান করে। মামলার অপর দুই আসামি ও চুরি হওয়া অবশিষ্ট টাকা উদ্ধারে পুলিশের প্রচেষ্টা অব্যাহত রয়েছে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023 EU BANGLA NEWS