মাহফুজ আলমকে বোতল নিক্ষেপ: বৈষম্যবিরোধী কর্মচারী ঐক্য ফোরামের তীব্র নিন্দা

মাহফুজ আলমকে বোতল নিক্ষেপ: বৈষম্যবিরোধী কর্মচারী ঐক্য ফোরামের তীব্র নিন্দা

অন্তর্বর্তী সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মাহফুজ আলমকে লক্ষ্য করে পানির বোতল নিক্ষেপ করায় তীব্র নিন্দা জানিয়েছে বৈষম্যবিরোধী কর্মচারী ঐক্য ফোরাম।

বৃহস্পতিবার (১৫ মে) সংগঠনটির সভাপতি ও সাবেক সচিব এবিএম আব্দুস সাত্তার স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে।

এতে বলা হয়, বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার খবরে জানা যায় ১৪ মে রাতে কাকরাইল মসজিদের সামনে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের(জবি) আন্দোলনরত ছাত্রদের সঙ্গে আলোচনা করার জন্য তথ্য উপদেষ্টা মাহফুজ আলম সেখানে উপস্থিত হন। তিনি অত্যন্ত খোলা মনে ছাত্রদের বোঝানোর চেষ্টা করেন। কিন্তু আন্দোলনকারীদের মধ্য থেকে এক দুর্বৃত্ত তাকে লক্ষ্য করে একটি পানির বোতল ছুড়ে মারে। এতে তিনি আহত হন। আমরা মনে করি, কোনো সুস্থ ও বিবেকবান ছাত্র এ কাজ করতে পারে না। আওয়ামী লীগ বা তার অঙ্গ-সংগঠনের দুষ্কৃতকারী বা দুষ্কৃতকারীরা নিজে বা অন্য কোনো স্বাধীনতাবিরোধীদের মাধ্যমে প্ররোচিত হয়ে এমন অপকর্ম করেছে।

এতে আরও বলা হয়, আমরা এমন ন্যক্কারজনক ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। দায়ী ব্যক্তিদের খুঁজে বের করে উপযুক্ত শাস্তি নিশ্চিত করার জন্য সরকারের প্রতি দাবি জানাচ্ছি।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023 EU BANGLA NEWS