রোজার কাঁধে হাত রেখে বৃষ্টিতে ভিজলেন তাহসান

রোজার কাঁধে হাত রেখে বৃষ্টিতে ভিজলেন তাহসান

গায়ক ও অভিনয়শিল্পী তাহসান খান সব সময়ই নিজের ব্যক্তিজীবন নিয়ে কম কথা বলেন। পেশাগত পরিসরে যতটা সক্রিয়, ব্যক্তিজীবনে ততটাই নীরব। তবে মাঝেমধ্যে ভক্ত-শ্রোতাদের জন্য ধরা দেয় কিছু ব্যক্তিগত মুহূর্ত। এবার সেভাবেই প্রকাশ্যে এসেছে তাহসান ও তাঁর স্ত্রী রোজা আহমেদের একসঙ্গে বৃষ্টিতে ভেজার একটি দৃশ্য, যা এরই মধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল।

ভিডিওটি ইনস্টাগ্রামে পোস্ট করেছেন রোজা আহমেদ। সেখানে দেখা যাচ্ছে, নিউইয়র্কের রাস্তায় হালকা বৃষ্টির মধ্যে হাঁটছেন তাহসান ও রোজা। এক ভিডিওতে তাহসান তাঁর স্ত্রীর কাঁধে হাত রেখে হেঁটে যাচ্ছেন, আরেকটিতে রোজার হাত ধরে গন্তব্যের দিকে এগিয়ে যাচ্ছেন দুজন। ব্যাকগ্রাউন্ডে বাজছে গান। মুহূর্তগুলোয় বেশ প্রশান্তি ও আন্তরিকতার ছাপ। তাহসানের মুখে গুনগুন করে গান গাওয়ার দৃশ্যটিও নজর কেড়েছে ভক্তদের।

এই মুহূর্তে যুক্তরাষ্ট্রে আছেন তাহসান খান। ব্যস্ত সময় কাটাচ্ছেন গান ও অন্যান্য কাজ নিয়ে। অন্যদিকে রোজা আহমেদ রূপসজ্জাবিষয়ক কনটেন্ট নির্মাণে যুক্ত। অবসরে দুজন মিলে সময় কাটাচ্ছেন বিভিন্ন জায়গায় ঘুরে। মাস দুয়েক আগেও একসঙ্গে ঘুরে এসেছেন যুক্তরাষ্ট্রের একটি জলপ্রপাত থেকে। সেখানকার কিছু ছবিও সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ জনপ্রিয় হয়েছিল।

তাহসান ও রোজার বিয়ে হয় ২০২৩ সালের ৪ ডিসেম্বর। বিয়ের পর মধুচন্দ্রিমায় মালদ্বীপে গিয়েছিলেন এই দম্পতি। সেখানেও তাঁদের কিছু মুহূর্ত ভক্তদের নজর কাড়ে।
গত শনিবার নিউইয়র্কের কুইন্সের একটি মিলনায়তনে গান গেয়ে শ্রোতাদের মাতিয়েছেন তাহসান। ‘প্রেম তুমি’ গান দিয়ে মঞ্চে ওঠেন, পরে একে একে পরিবেশন করেন ‘ভালোবাসি শুধু তোমায় ভালোবাসি’, ‘তুমি ছুঁয়ে দিলে মন’, ‘ঈর্ষা’, ‘প্রেমাতাল’, ‘কেউ না জানুক’ ও ‘আলো’র মতো জনপ্রিয় সব গান। কনসার্টে নিউইয়র্কের নানা প্রান্ত থেকে প্রবাসী বাংলাদেশিরা ছুটে আসেন, বিশেষ করে তরুণ ভক্তদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।

অনেক দিন পর নিউইয়র্কে গাইতে পেরে নিজের আনন্দের কথাও জানিয়েছেন তাহসান। আর কনসার্টের পাশাপাশি স্ত্রীর সঙ্গে ব্যক্তিমুহূর্তগুলোও যেন বাড়তি আনন্দ এনে দিয়েছে এই শিল্পীর জীবনে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023 EU BANGLA NEWS