ছোটপর্দার নামী নির্মাতা ভিকি জাহেদ। পুনর্জন্ম নির্মাণ করে সাড়া ফেলেছেন। এবার এই নির্মাতা নিয়ে আসছেন নতুন ফিকশন ‘শব্দপ্রেম’। যেখানে অভিনয় করেছেন ছোটপর্দার দুই জনপ্রিয় অভিনয়শিল্পী তৌসিফ মাহবুব ও তাসনিয়া ফারিণ।
ভিনদেশি এক সত্য ঘটনা অবলম্বনে ‘শব্দপ্রেম’ বানিয়েছেন মিস্টার টুইস্ট খ্যাত ভিকি জাহেদ। যিনি এর আগে পুনর্জন্ম ছাড়াও চরের মাস্টার, জন্মদাগ, কাজলের দিনরাত্রিসহ বহু দর্শক নন্দিত ফিকশনের নির্মাতা।
প্রতিটি মানুষ জীবনে কোনো না কোনোভাবে ডিপ্রেশনে (বিষণ্ণতা) আক্রান্ত হয়। সেই সময়টা তাদের কেমন যায়? ‘শব্দপ্রেম’ মূলত ডিপ্রেশনে পড়া দুজন মানুষের গল্প নিয়ে নির্মিত।
নির্মাতা ভিকি মনে করেন, এমনটা সমাজের চারপাশে অহরহ দেখা যায়। তিনি বলেন, এই ডিপ্রেশনের গল্পগুলো নিয়ে আমাদের কম কাজ করা হয়। সেই বিষয়টি এক্সপ্লোর করতে চেয়েছি।
শব্দপ্রেম দিয়ে প্রেমের গল্প তুলেছেন ভিকি, তবে সেই গল্পটা ভিন্ন আঙ্গিকে। তিনি যেমনটা বললেন, তৌসিফ-ফারিণ দুজনেই এই প্রজন্মের প্রতিনিধি হিসেবে অভিনয় করেছেন।
ডিপ্রেশনে ভোগা দুজন মানুষের মধ্যে যদি প্রেমের সম্পর্ক গড়ে ওঠে তাহলে কেমন হবে? নিশ্চয়ই আর দশটা সাধারণ কাপলের মতো প্রেমের গল্প হবে না।
ভিকি জানালেন, অদ্ভুত সেই গল্প জানতে হলে দেখতে হবে ‘শব্দপ্রেম’। কিছুটা আভাস পাওয়া যাবে এর প্রকাশিত ট্রেলার দেখলে। চ্যানেল আইয়ের ওটিটি প্লাটফর্ম আইস্ক্রিনে মঙ্গলবার (২৫ এপ্রিল) রাত ৯টায় উন্মুক্ত হবে ‘শব্দপ্রেম’।