নির্বাচনী এলাকার সীমানা নির্ধারণী আইন সংশোধনের অনুমোদন

নির্বাচনী এলাকার সীমানা নির্ধারণী আইন সংশোধনের অনুমোদন

নির্বাচন কমিশনের অনুরোধে ‘জাতীয় সংসদের নির্বাচনী এলাকার সীমানা নির্ধারণ (সংশোধন) অধ্যাদেশ ২০২৫’-এর খসড়ায় নীতিগত ও চূড়ান্ত অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ। মঙ্গলবার (৬ মে) উপদেষ্টা পরিষদের সভার সিদ্ধান্ত নিয়ে ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত সংবাদ সম্মেলনে আইন উপদেষ্টা আসিফ নজরুল এ কথা জানান।

তিনি বলেন, গত ফ্যাসিস্ট সরকারের আমলে ইচ্ছামতো নির্বাচনী সীমানা নির্ধারণ করা হয়েছে। এগুলো নিয়ে বিভিন্ন রাজনৈতিক দলের পক্ষ থেকে অভিযোগ আছে। নির্বাচন কমিশনের অনুরোধে আইনটি সংশোধনের অনুরোধ করেছে। আমরা সংশোধন করে দিয়েছি। এখন সীমানা নির্ধারণে নির্বাচন কমিশনের যে সাংবিধানিক দায়িত্ব আছে, তারা ইচ্ছা করলে এই আইন গেজেট নোটিফিকেশন হওয়ার সঙ্গে সঙ্গে প্রয়োগ করতে পারবে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023 EU BANGLA NEWS