রাজধানীর খিলগাঁও বনশ্রী এলাকায় বাসচাপায় পাভেল (১৯) ও আব্দুল্লাহ আল নোমান (২০) নামে দুই যুবক নিহত হয়েছেন। নিহত ২ যুবক মোটরসাইকেল আরোহী ছিলেন।
বুধবার (৩০ এপ্রিল) দুপুর ১২টার দিকে খিলগাঁও বনশ্রী ফরাজী হাসপাতালের পাশের রাস্তায় এ দুর্ঘটনা ঘটে।
খিলগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. দাউদ হোসেন জানান, একই মোটরসাইকেলে যাচ্ছিলেন ওই দুই যুবক। একটি বাসের চাপায় দুইজন ঘটনাস্থলে নিহত হন। প্রাথমিকভাবে তাদের নাম পাওয়া গেলেও বিস্তারিত জানার জন্য চেষ্টা করা হচ্ছে। তবে নিহত দুইজন সম্পর্কে কী হয় তা জানা যায়নি। তবে নারায়ণগঞ্জের একই এলাকায় তাদের বাসা বলে জানা গেছে। তাদের মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।