রোমে পারমাণু ইস্যুতে দ্বিতীয় দফার আলোচনায় ইরান-যুক্তরাষ্ট্র

রোমে পারমাণু ইস্যুতে দ্বিতীয় দফার আলোচনায় ইরান-যুক্তরাষ্ট্র

ইরান ও যুক্তরাষ্ট্র ইতালির রাজধানী রোমে দ্বিতীয় দফা পরোক্ষ পারমাণবিক আলোচনা শুরু করেছে। ইরানি রাষ্ট্রীয় গণমাধ্যমের এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।

প্রতিবেদন থেকে জানা যায়, ইরানের প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি, আর যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দলের নেতৃত্বে রয়েছেন স্টিভ উইটকফ।

ওমানি মধ্যস্থতাকারীদের মাধ্যমে উভয় পক্ষ পরোক্ষভাবে এই আলোচনা চালাচ্ছে। এক সপ্তাহ আগে ওমানের রাজধানী মাস্কটে প্রথম দফার আলোচনা অনুষ্ঠিত হয়েছিল।

দুদেশের প্রতিনিধিরা বর্তমানে আলাদা কক্ষে অবস্থান করছেন— তবে মাস্কাটে যেমন হয়েছিল, আলোচনা চলাকালে তাদের মধ্যে সরাসরি সাক্ষাৎ হওয়ার সম্ভাবনাও রয়েছে।

এদিকে আলোচনার আগে যুক্তরাষ্ট্রের উদ্দেশ্য নিয়ে সন্দেহ প্রকাশ ইরান। আলোচনার আগের দিন মস্কোতে রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভের সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলন করেন ইরানি পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি।

সেখানে তিনি যুক্তরাষ্ট্রের উদ্দেশ্য নিয়ে সন্দেহ প্রকাশ করে বলেন, আমাদের কাছে মার্কিন পক্ষের উদ্দেশ্য নিয়ে গুরুতর সন্দেহ রয়েছে, তবুও আমরা আগামীকালের আলোচনায় অংশ নেব।

তিনি আরও বলেন, ইরানের পারমাণবিক কর্মসূচির শান্তিপূর্ণ সমাধান খুঁজতে আমরা সম্পূর্ণভাবে প্রস্তুত। যদি অপর পক্ষও একইরকম সদিচ্ছা দেখায় এবং অবাস্তব ও অযৌক্তিক দাবি থেকে বিরত থাকে, তাহলে আমি মনে করি একটি চুক্তিতে পৌঁছানো সম্ভব।

যুক্তরাষ্ট্র ইরানের শান্তিপূর্ণ বেসামরিক পারমাণবিক কর্মসূচিকে মেনে নেবে কিনা; হোয়াইট হাউসের কিছু কট্টরপন্থী মনে করেন, ইরানকে সম্পূর্ণরূপে তার সবধরনের পারমাণবিক কর্মসূচি পরিত্যাগ করতে হবে— ইরান শুরু থেকেই এই ব্যাপারে স্পষ্ট ব্যাখ্যা চায় এবং অস্ত্র তৈরি নয় শান্তিপূর্ণ উদ্দেশ্যে পারমাণবিক কর্মসূচি চালাতে চায়।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023 EU BANGLA NEWS