অপূর্ব জানালেন বিবাহিত পুরুষের অবস্থা, ফারিণ বললেন, লক্ষ্য ঠিক করুন

অপূর্ব জানালেন বিবাহিত পুরুষের অবস্থা, ফারিণ বললেন, লক্ষ্য ঠিক করুন

ফেসবুকে তারকারা বেশির ভাগ সময়ই সরব থাকেন। প্রকাশ করেন তাঁদের কাজের খবরসহ নানা ঘটনা। কখনো সেগুলোই বৈচিত্র্য হয়ে ধরা দেয় ভক্তদের কাছে। অভিনয়শিল্পী অপূর্ব, সিয়াম, তাসনিয়া ফারিণ, নাট্যকার মাসুম রেজাদের ফেসবুক পোস্টের ঘটনাগুলো সে কথাই বলে। একনজরে দেখে নিতে পারেন ফেসবুকের পাতা থেকে তারকাদের মনের কথা।

গেল ঈদে মুক্তি পেয়েছে অপূর্ব অভিনীত ওয়েব ফিল্ম ‘হাউ সুইট’। এর বাইরে একাধিক নাটকও প্রচারিত হয়েছে। এর মধ্যে ‘ভুল সবই ভুল’ শিরোনামের নাটকটি সর্বশেষ প্রচারিত নাটক। এই নাটকের একটি ফটো কার্ড নিজের ফেসবুক পেজে শেয়ার করে অপূর্ব মজাচ্ছলে লিখেছেন, ‘বিবাহিত পুরুষের অবস্থা।’

টেলিভিশনের অনেক জনপ্রিয় নাটকের নাট্যকার মাসুম রেজা। মঞ্চের জন্যও তিনি নিয়মিত নাটক লিখে থাকেন এবং নির্দেশনাও দেন। কুষ্টিয়ার গড়াই নদের আলো–বাতাসে বেড়ে উঠেছেন তিনি। এই স্থিরচিত্রটি ফেসবুকে পোস্ট করে মাসুম রেজা লিখেছেন, ‘গড়াই বিধৌত বাতাসে আমার বেড়ে ওঠা…এই সেই গড়াই…বৈশাখ মাসে যার হাঁটু জল থাকে…।’

মঞ্চ ও টেলিভিশন নাটকের একসময়ের ব্যস্ত অভিনয়শিল্পী তমালিকা কর্মকার এখন স্থায়ীভাবে যুক্তরাষ্ট্রে থাকেন। এই স্থিরচিত্রটি ফেসবুকে পোস্ট করে রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতার এই লাইগুলো ‘কৃষ্ণকলি আমি তারেই বলি, কালো তারে বলে গাঁয়ের লোক, মেঘলা দিনে দেখেছিলাম মাঠে, কালো মেয়ের কালো হরিণ চোখ…।’

অভিনয়শিল্পী গোলাম ফরিদা ছন্দা একগুচ্ছ স্থিরচিত্র পোস্ট করে ফাহমিদা নবীর গাওয়া জনপ্রিয় গানের ‘লুকোচুরি লুকোচুরি গল্প’ লাইনটি ক্যাপশনে জুড়ে দিয়েছেন। এনামুল করিম নির্ঝর পরিচালিত আহা চলচ্চিত্র লুকোচুরি লুকোচুরি গল্পে গানটি ব্যবহৃত হয়েছে।

প্রেক্ষাগৃহে প্রদর্শিত হচ্ছে সিয়াম অভিনীত ‘জংলি’। ছবিতে অভিনয়ের জন্য প্রশংসিত হচ্ছেন এই নায়ক। একটি ভিডিওক্লিপ নিজের ফেসবুকে শেয়ার করে ক্যাপশন লিখেছেন, ‘জংলি মানুষকে এভাবে ছুঁয়ে যেতে পারবে, আমরা ভাবতেও পারিনি। আমরা আপ্লুত, আমাদের মনটাও আর্দ্র।’

একসময়ের ব্যস্ত গায়িকা নাজনীন মিমি এখন স্বামী–সংসার নিয়ে কানাডায় থাকেন। তাঁর আরেক বোন সুইটি সংবাদ পাঠিকা ছিলেন, তিনিও এখন দেশের বাইরে থাকেন। সবার ছোট বোন চিত্রনায়িকা শবনম বুবলী। মিমি তাঁর বোন সুইটির সঙ্গে এই স্থিরচিত্র ফেসবুকে পোস্ট করে লিখেছেন, ‘আমরা দুই বোন মিলে শীতকালকে যত তাড়াতাড়ি বিদায় দিতে চাই, ঠিক ততটাই তাড়াহুড়ো করে শীত আমাদের কাছে চলে আসে।’

গেল ঈদুল ফিতরে মুক্তি পেয়েছে ওয়েব ফিল্ম হাউ সুইট। এতে ফারিণ অভিনয় করেছেন অপূর্বর বিপরীতে। এদিকে শোনা যাচ্ছে, পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র ইনসাফ-এ অভিনয় করছেন ফারিণ। সঞ্জয় সমাদ্দার পরিচালিত এই সিনেমার ফারিণের সহশিল্পী শরীফুল রাজ। এই মুহূর্তে যুক্তরাজ্যে স্বামীর সঙ্গে ঘোরাঘুরি করছেন। কয়েকটি স্থিরচিত্র ফেসবুকে পোস্ট করে ক্যাপশনে লিখেছেন, ‘ঠিকঠাকভাবে নিজের লক্ষ্য ঠিক করুন।’

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023 EU BANGLA NEWS