মোদী-মাস্কের ফোনালাপ, কী আলোচনা হলো তাদের?

মোদী-মাস্কের ফোনালাপ, কী আলোচনা হলো তাদের?

শীর্ষ ধনকুবের ও টেসলা এবং স্পেসএক্স-এর সিইও ইলন মাস্কের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।  শুক্রবার (১৮ এপ্রিল) মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এ ঘনিষ্ঠ মিত্রের সঙ্গে মোদীর কথা হয়।

ভারতের সংবাদমাধ্যম এনডিটিভির খবর, প্রযুক্তি এবং উদ্ভাবন ক্ষেত্রে ভারত এবং যুক্তরাষ্ট্রের মধ্যে সহযোগিতার সম্ভাবনা নিয়ে আলোচনা হয়েছে দু’জনের।  

মাস্কের সঙ্গে ফোনালাপের বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যম এক্স হ্যান্ডলে নিজেই পোস্ট করে জানিয়েছে মোদী। তিনি লিখেছেন, ‘বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে ইলন মাস্কের সঙ্গে। চলতি বছরের শুরুতে ওয়াশিংটন ডিসিতে আমাদের মধ্যে যে আলোচনা হয়েছিল, সেই বিষয়গুলোও উঠে এসেছে। আমরা প্রযুক্তি এবং উদ্ভাবনের ক্ষেত্রে সহযোগিতার সম্ভাবনা নিয়ে আলোচনা করেছি। এসব ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের সঙ্গে আমাদের অংশীদারিকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার বিষয়ে আমরা প্রতিশ্রুতিবদ্ধ। ’

মাস্ক-মোদীর এই ফোনালাপ খুবই উল্লেখযোগ্য বলে মনে করছেন ভারতীয়রা। অনেকের মতে, প্রযুক্তি খাতে ভারতে মাস্কের কোম্পানির বিনিয়োগ করার পথ আরও প্রশস্ত হবে।  

এর আগে চলতি বছরের শুরুর দিকে ওয়াশিংটনের ব্লেয়ার হাউসে মোদীর সঙ্গে সাক্ষাৎ করেন ইলন মাস্ক। এবার চীনের সঙ্গে যখন যুক্তরাষ্ট্রের বাণিজ্যযুদ্ধ তুঙ্গে তখন মাস্কের সঙ্গে কথা হলো মোদীর।  

মাস্কের সংস্থা টেসলা এখনও আনুষ্ঠানিকভাবে ভারতের বাজারে প্রবেশ করেনি। অতীতে বৈদ্যুতিক গাড়ি শিল্প নিয়ে ভারত সরকার এবং মাস্কের মধ্যে প্রশ্ন চালাচালির মধ্যেই সীমাবদ্ধ ছিল। গাড়ি সংস্থার প্রধান উদ্বেগের বিষয় ছিল, ভারতে বৈদ্যুতিক গাড়িতে উচ্চ আমদানি শুল্ক! তবে গত বছরের মার্চে বৈদ্যুতিক গাড়িতে শুল্ক কমানোর সিদ্ধান্ত নেয় ভারত সরকার।  

উল্লেখ্য, ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয়বার প্রেসিডেন্ট হওয়ার পর থেকেই যুক্তরাষ্ট্রের সঙ্গে ভারতের কূটনৈতিক সম্পর্কও আরও জোরদার করতে উদ্যোগী মোদী সরকার। সেই আবহেই যুক্তরাষ্ট্রে গিয়েছিলেন মোদী। ট্রাম্পের সঙ্গে একাধিক বিষয় নিয়ে আলোচনা হয় তার। দুই দেশের মধ্যে বাণিজ্য চুক্তিও অগ্রাধিকার পায়। তবে তার পরই ট্রাম্পের উচ্চ শুল্কনীতির কোপে পড়ে ভারতসহ বিভিন্ন দেশ। পরে শুল্কনীতির সিদ্ধান্ত ৯০ দিন স্থগিত রেখেছে ট্রাম্প প্রশাসন। আর এই সময়ের মধ্যেই যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক আরও জোরদার করতে মাস্কের সঙ্গে যোগাযোগ করলেন ভারতের প্রধানমন্ত্রী।  

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023 EU BANGLA NEWS