টিসিবির জন্য ৫৪২ কোটি টাকায় রাইস ব্রান ও সয়াবিন তেল কিনবে সরকার

টিসিবির জন্য ৫৪২ কোটি টাকায় রাইস ব্রান ও সয়াবিন তেল কিনবে সরকার

ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি) জন্য ২ কোটি ২০ লাখ লিটার সয়াবিন তেল এবং ১ কোটি ১০ লাখ লিটার রাইস ব্রান তেল কেনার অনুমোদন দিয়েছে সরকার। এতে মোট ব্যয় হবে ৫৪১ কোটি ৯৭ লাখ টাকা৷ এরমধ্যে সয়াবিন তেল কিনতে মোট ৩৬৪ কোটি ৮৭ লাখ টাকা দিয়ে এবং রাইস ব্রান তেল কিনতে মোট ১৭৭ কোটি ১০ লাখ টাকা ব্যয় হয়।

বৃহস্পতিবার (১৭ এপ্রিল) বিকেলে সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমদের সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়েছে।

বৈঠক সূত্রে জানা গেছে, টিসিবির ফ্যামিলি কার্ডধারী ১ কোটি পরিবারের কাছে ভর্তুকি দামে বিক্রির লক্ষে ১ কোটি ১০  লাখ লিটার পরিশোধিত রাইস ব্রাণ তেল ক্রয়ের জন্য অভ্যন্তরীণ উন্মুক্ত দরপত্র আহ্বান করা হলে ৩টি দরপ্রস্তাব জমা পড়ে। ৩টি দরপ্রস্তাবই আর্থিক ও কারিগরিভাবে রেসপনসিভ হয়।

দরপ্রস্তাবের সব প্রক্রিয়া শেষে টিইসির সুপারিশে রেসপনসিভ সর্বনিম্ন ২টি দরদাতা প্রতিষ্ঠান ঢাকার তামিম অ্যাগ্রো ইন্ডাস্ট্রিজ থেকে ২০ হাজার লিটার এবং যশোরের মজুমদার ব্রাণ অয়েল মিলস লিমিটেড থেকে ৯০ হাজার লিটার তেল কেনার সিদ্ধান্ত নেয় বাণিজ্য মন্ত্রণালয়। প্রতি লিটার ১৬১ টাকা হিসেবে ১ কোটি ১০ লাখ লিটার পরিশোধিত রাইস ব্রাণ তেল কিনতে মোট ব্যয় ধরা হয় ১৭৭ কোটি ১০ লাখ টাকা। বাণিজ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে এ তেল কেনার প্রস্তাব বৈঠকে উপস্থাপন করা হলে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটি তা অনুমোদন দেয়।

বৈঠকে বাণিজ্য মন্ত্রণালয় থেকে আর এক প্রস্তাবে ২০২৪-২৫ অর্থবছরে স্থানীয়ভাবে উন্মুক্ত দরপত্র পদ্ধতিতে ২ কোটি ২০ লাখ লিটার সয়াবিন তেল কেনার অনুমোদন চায়। এ প্রস্তাবটিও অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ কমিটি। সোনারগাঁও সিডস ক্রাশিং মিলস থেকে এ সয়াবিন তেল কেনার সিদ্ধান্ত নেওয়া হয়। প্রতি লিটার ১৬৫ টাকা ৮৫ পয়সা হিসেবে মোট ব্যয় হবে ৩৬৪ কোটি ৮৭ লাখ টাকা।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023 EU BANGLA NEWS