মিসর-সৌদির ঐতিহ্য নিয়ে ‘আরাবী মুসাফির’

মিসর-সৌদির ঐতিহ্য নিয়ে ‘আরাবী মুসাফির’

বিশ্বের সবচেয়ে প্রাচীন ও গুরুত্বপূর্ণ সভ্যতার নাম মিসরিয় সভ্যতা এবং ইসলামি সভ্যতার দেশ সৌদি আরবের ঐতিহাসিক স্থান, স্থাপনা, পর্যটন ও ইসলামিক নিদর্শন নিয়ে তৈরি হয়েছে কাফেলা অনুষ্ঠান ‘আরাবী মুসাফির’। এটি পরিচালনা করেছেন শাহ মোল্লা লালন।

অনুষ্ঠানটি নির্মাণ প্রসঙ্গে পরিচালক লালন বলেন, ‘ভ্রমণের মধ্য দিয়ে দর্শকদের সামনে মিসর ও সৌদি আরবের  মুসলমানদের নানা ঐতিহাসিক স্থান ও সংস্কৃতির বিস্তারিত তুলে ধরার চেষ্টা করেছি। অনুষ্ঠান নির্মাণের আগেই তথ্য সংগ্রহ করে মিসর ও সৌদি আরবে  ঐতিহাসিক স্থানগুলোতে আমরা হাজির হয়েছি। তুলে আনার চেষ্টা করেছি মুসলমানদের ইতিহাস-ঐতিহ্য এবং অতীত। সঙ্গে বর্তমানকেও তুলে ধরছি। এতে আমরা স্থানীয় মানুষদের মন্তব্য নিয়ে সম্পৃক্ত করেছি। যাতে আসল ইতিহাস প্রকাশ পাওয়া যায়।’

মিসর ও সৌদি আরব  ঘুরে পুরো অনুষ্ঠানটি সঞ্চালনা করেছেন সকলের সুপরিচিত আলতামাস মাহমুদ রিফাত এবং পরিচালনা করেছেন শাহ মোল্লা লালন।

এটি দেশ টিভিতে প্রতিদিন বিকাল ৫টা ৫৫ মিনিটে নিয়মিত প্রচার হচ্ছে। এরইমধ্যে শো’টি ব্যাপক ভাবে জনপ্রিয়তা পেয়েছে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023 EU BANGLA NEWS