সন্ধ্যায় মশাল মিছিলের ডাক কারিগরি শিক্ষার্থীদের

সন্ধ্যায় মশাল মিছিলের ডাক কারিগরি শিক্ষার্থীদের

দাবি পূরণে আলোচনার নামে সচিবালয়ে ‘নাটকীয়’ বৈঠক ও কুমিল্লা পলিটেকনিকে আক্রমণের প্রতিবাদে বৃহস্পতিবার (১৭ এপ্রিল) সন্ধ্যায় মশাল মিছিলের ডাক দিয়েছে কারিগরি ছাত্র আন্দোলন, বাংলাদেশ।

বিকেলে কারিগরি ছাত্র আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় প্রতিনিধি ও প্রধান কার্যনির্বাহী সদস্য জুবায়ের পাটোয়ারী বাংলানিউজকে এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, আজকের নাটকীয় বৈঠক ও গতকালের কুমিল্লা বিভাগীয় পলিটেকনিকসমূহে আক্রমণের প্রতিবাদে সন্ধ্যা সাড়ে ৭টায় সব পলিটেকনিক ইনস্টিটিউটকে একযোগে মশাল মিছিল কর্মসূচি পালন করার জন্য আহ্বান করা হলো।

ছয় দফা দাবিতে আন্দোলনরত পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীদের প্রতিনিধিদলের সঙ্গে বৃহস্পতিবার সচিবালয়ে তিন ঘণ্টা বৈঠক করেন একজন অতিরিক্ত সচিব। বৈঠকের পর তারা জানিয়েছে, বৈঠকের সিদ্ধান্তে তারা সন্তুষ্ট নয়। সেজন্য কঠোর আন্দোলন চালিয়ে যাবেন।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023 EU BANGLA NEWS