বোমা মেরে সালমানের গাড়ি উড়িয়ে দেওয়ার হুমকি

বোমা মেরে সালমানের গাড়ি উড়িয়ে দেওয়ার হুমকি

গতকাল রোববার সালমান খানকে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে মুম্বাই ছাড়তে দেখা গেছে। তাঁর নিরাপত্তারক্ষী শেরাকে রীতিমতো উদ্বিগ্ন দেখা গেছে। আলোকচিত্রীরা কিছুতেই এদিন ভাইজানের আশপাশে ঘেঁষতে পারেননি। আজকের খবর অভিনেতার প্রাণসংশয়ের। এদিন মুম্বাইয়ের ওরলিতে পরিবহন বিভাগের অফিসের হোয়াটসঅ্যাপে একটি হুমকিবার্তা পাঠানো হয়। বার্তায় লেখা, অভিনেতার গাড়িতে বোমা রাখা আছে। পাশাপাশি তাঁর বাসভবন গ্যালাক্সি অ্যাপার্টমেন্টেও হামলা চালাবে দুষ্কৃতকারীরা। খবর টাইমস অব ইন্ডিয়ার

ভারতীয় গণমাধ্যমের খবর, হুমকিবার্তায় আরও জানানো হয়েছে, একাধিক আততায়ী ভাইজানের বাড়িতে ঢুকে তাঁর বাড়ি ও গাড়ি উড়িয়ে দেবে। হুমকিবার্তা পাওয়ার সঙ্গে সঙ্গে অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের বিরুদ্ধে ওরলি থানায় মামলা করা হয়েছে বলে জানিয়েছে প্রশাসন।

পুলিশের প্রথম সারির একাধিক কর্মকর্তা সংবাদমাধ্যমকে নিশ্চিত করেছেন, পুলিশ ইতিমধ্যেই হুমকিবার্তার উৎস খুঁজে বের করে সন্দেহভাজন ব্যক্তিদের গ্রেপ্তারের জন্য তদন্ত শুরু করে দিয়েছে।

তাহলে কি এ কারণেই গতকাল তড়িঘড়ি শহর ছেড়ে অজানা গন্তব্যে পা বাড়ান সালমান? সে জন্যই কি তাঁর নিরাপত্তাবলয় আরও কড়া ছিল এদিন, যাতে একটি মাছিও গলতে না পারে?

প্রসঙ্গত, এদিন সালমানের চোখে–মুখে দুশ্চিন্তা ও আতঙ্কের ছাপ স্পষ্ট ছিল। তাঁর সহকারী শেরাকেও এর আগে এত কড়া হতে দেখেননি আলোকচিত্রীরা। এ কারণে গতকাল থেকেই নতুন করে চর্চায় ভাইজান।

সালমানের হত্যার হুমকিবার্তার খবর ছড়াতেই নতুন করে শঙ্কিত বলিউড। অনুরাগীদের কপালেও আবার দুশ্চিন্তার ভাঁজ। বুলেটপ্রুফ গাড়ি কি তাহলে কোনো কাজেই লাগল না? বিদেশ থেকে আনা এই বিশেষ গাড়ি আদৌ কি সালমান ও তাঁর পরিবারের নিরাপত্তা রক্ষা করতে পারবে?

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023 EU BANGLA NEWS