ভারতীয় ছবিতে পাকিস্তানি নায়ক, কী বলছেন সুস্মিতা

ভারতীয় ছবিতে পাকিস্তানি নায়ক, কী বলছেন সুস্মিতা

২০১৬ সালে ভারতীয় চলচ্চিত্র সমিতির সিদ্ধান্ত অনুযায়ী পাকিস্তানি শিল্পীরা ভারতে কাজ করতে পারতেন না। ভারতের বাসিন্দা না হলে ভারতে কাজ করা যেত না। তবে সেই সব বিধিনিষেধ টপকে ৯ বছর পর বলিউডে প্রত্যাবর্তন করতে চলেছেন পাকিস্তানি অভিনেতা ফাওয়াদ খান। আগামী ৯ মে ‘আবির গুলাল’ নামের একটি সিনেমার মাধ্যমে কামব্যাক করতে চলেছেন তিনি। এ প্রসঙ্গে কথা বলেছেন সুস্মিতা সেন। খবর হিন্দুস্তান টাইমসের।

ফাওয়াদ খানের বলিউডে প্রত্যাবর্তন নিয়ে আপত্তি প্রকাশ করেছেন মহারাষ্ট্র নবনির্মাণ সেনা, শিবসেনা নেতা সঞ্জয় নিরূপম, অশোক পণ্ডিতসহ অন্যরা।

পাকিস্তানি অভিনেতার ভারতে এসে কাজ করার বিরোধিতা করেন তাঁরা। তবে একদিকে যেমন কিছু মানুষ পাকিস্তানি অভিনেতার বিরোধিতা করছেন তেমনি অন্যদিকে উল্টো সুর শোনা গেল সুস্মিতা সেনের গলায়।

সম্প্রতি মুম্বাইয়ে অনুষ্ঠিত একটি ফ্যাশন শোতে অংশ নিয়েছিলেন সুস্মিতা সেন। সঙ্গে ছিলেন সাবেক প্রেমিক রহমান শাল। অনুষ্ঠানে সাংবাদিকদের মুখোমুখি হওয়ার সময় যখন সুস্মিতাকে ফাওয়াদ প্রসঙ্গে জিজ্ঞাসা করা হয় তখন খুব সাবলীলভাবে উত্তর দেন তিনি।

সুস্মিতা বলেন, ‘দেখুন, আমি বাউন্ডারি বা দুই দেশের মধ্যে কী সমস্যা, তা নিয়ে কথা বলতে চাই না। আমি এসব জানি না। আমি শুধু এটুকু জানি যে শিল্প কখনো বাধা মানে না। কোনো বাউন্ডারি দিয়ে শিল্পকে বেঁধে রাখা যায় না। আর এটা হওয়ারও কথা নয়।’

সুস্মিতা বলেন, ‘আমরা সবাই আমাদের সৃজনশীলতা দেখানোর স্বাধীনতা নিয়ে জন্মেছি। আমি চাই না কোনো দেশগত সমস্যা একজন শিল্পীর ক্যারিয়ারে বাধা হয়ে দাঁড়াক।’ পাকিস্তানি ছবিতে কাজ করার প্রসঙ্গে জিজ্ঞাসা করায় সুস্মিতা বলেন, ‘আমি সব সময় ভালো ছবিতে কাজ করতে চাই। সিনেমাটি কোথাকার, সেটা প্রধান কথা নয়। প্রধান কথা হলো, সেই চরিত্র বা গল্পটি যেন ভালো হয়।’

সুস্মিতার এই বক্তব্য নিমেষে মন ছুঁয়ে গেছে দর্শকদের। চিরকালই সুস্মিতার কথায় মিষ্টতা খুঁজে পান দর্শকেরা। এবারেও তার অন্যথা হয়নি। সুস্মিতার বক্তব্য শুনে একজন লিখেছেন, ‘সত্যিই আপনি কী সুন্দরভাবে প্রতিটি প্রশ্নের উত্তর দেন।’ অন্য একজন লিখেছেন, ‘আপনার প্রতি শ্রদ্ধা।’

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023 EU BANGLA NEWS