ভক্তের কাণ্ডে আবেগাপ্লুত শ্রেয়া!

ভক্তের কাণ্ডে আবেগাপ্লুত শ্রেয়া!

বরাবরই সাদামাটা শ্রেয়া ঘোষাল। সবসময় হাসি-মজায় মেতে থাকেন ভারতের এই গায়িকা।সম্প্রতি সামাজিকমাধ্যমে শ্রেয়া ঘোষালের একটি ভিডিও ভাইরাল হয়েছে। যেখানে দেখা যায়, এক ভক্তের কাছ থেকে হাতে আঁকা পোট্রেট উপহার পেয়েছেন তিনি। এতে আবেগাপ্লুত হয়ে পড়েন। মুখ দিয়ে কিছুক্ষণ কোনো শব্দই বেরোচ্ছিল না! হ্যাঁ করে ছিলেন তাকিয়ে।

খুব সম্ভবত ইন্ডিয়ান আইডলের সেটেই, ভক্তের কাছ থেকে সেই উপহার পান তিনি। পেন্সিল স্কেচে শ্রেয়ার পোর্টেট এঁকেছিলেন মানালি পাওয়ার নামের এক মহিলা।  

শ্রেয়াকে দেখা গেল, অনেকক্ষণ একদৃষ্টিতে নিজের পোর্টেটের দিকে তাকিয়ে থাকতে। এরপর পুরোটা পেন্সিল স্কেচের মাধ্যমে করা হয়েছে শুনে বিষ্মিত হন। বলে ওঠেন, ‘ওয়াও ইয়ার! খুব খুব সুন্দর হয়েছে। মানালী অনেক ধন্যবাদ তোমাকে। তুমি সত্যিই ভীষণ ট্যালেন্টেড। ’

শ্রেয়ার এই ভিডিওতে এক অনুরাগী লেখেন, ‘শ্রেয়া আসলেই তুমি ভীষণ ভালো। তাই চারপাশের জিনিসগুলোও এত সুন্দর তোমার!’ আরেকজন লেখেন, ‘সুইটহার্ট। আমার দেখা অন্যতম ভালো মানুষ তুমি!’ তৃতীয়জন লেখেন, ‘ভালোবাসা, ভালোবাসা আর শুধুই ভালোবাসা শ্রেয়া ম্যামের জন্য। ’

কয়েকদিন আগেই আইপিএলের উদ্বোধনীতে দর্শকদের সুরের জাদুতে মাতিয়েছেন শ্রেয়া ঘোষাল। কলকাতার ইডেন গার্ডেনে পারফর্ম করেন তিনি। তবে সেখানে নিজের গাওয়া গান নিয়ে বিতর্কে জড়ান তিনি। কারণ বাঙালি হয়েও, কলকাতায় পারফর্ম করা সত্ত্বেও শ্রেয়ার গলায় শোনা যায়নি কোনো বাংলা গান। কেকেআর দলের জন্য, ‘তুমি যে আমার’ গান ঠিকই, তবে সেটাকে বাংলা গানের মর্যাদা দিতে রাজি ছিলেন না বাঙালি দর্শকরা।

এমনকী শ্রেয়ার সমালোচনা করেন অভিনেতা চিরঞ্জিৎ। তাকে বলতে শোনা যায়, ‘শ্রেয়া বাঙালি। কলকাতায় যখন আইপিএলের উদ্বোধন, সেখানে সব গানের মাঝে দুই লাইন হলেও বাংলা গান গাইতে পারতেন। বাঙালিরাই যদি বাংলাকে ভুলে যান, তাহলে কী করে চলবে। ’

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023 EU BANGLA NEWS