News Headline :
ট্রাম্প অভিনীত সিনেমার দৃশ্যটি এখন পরিচালকের গলার কাঁটা! আড়াই বছর পর ফিরছে ‘ব্যাচেলর পয়েন্ট’ ওয়েস্ট ইন্ডিজের কাছে হেরে বিশ্বকাপের অপেক্ষা বাড়ল বাংলাদেশের প্রধান উপদেষ্টার সঙ্গে কাতারে যাচ্ছেন ৪ নারী খেলোয়াড় গাজায় আরও ৩৫ ফিলিস্তিনি নিহত, এখনো বন্ধ ত্রাণ সরবরাহ লেবাননে ইসরায়েলি হামলায় নিহত ২, যুদ্ধবিরতি মধ্যেই প্রাণ হারালো ১৮৬ জন ট্রান্সজেন্ডাররা নয়, শুধু জন্মগত নারীরাই নারী: ব্রিটিশ আদালতের রায় টিসিবির জন্য ৫৪২ কোটি টাকায় রাইস ব্রান ও সয়াবিন তেল কিনবে সরকার যুক্তরাজ্য-সিঙ্গাপুর থেকে ১১৩৭ কোটি টাকার এলএনজি আমদানির অনুমোদন ঐকমত্য কমিশনের সঙ্গে বৈঠকে বসেছে বিএনপি 
অ্যাম্বুলেন্স মালিক-কর্মচারীদের ৭ দাবি

অ্যাম্বুলেন্স মালিক-কর্মচারীদের ৭ দাবি

অ্যাম্বুলেন্স নীতিমালা- ২০২৩ বাতিল ও সংশোধনের দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন করেছেন ব্যক্তিমালিকানাধীন অ্যাম্বুলেন্স মালিক, চালক ও কর্মীরা।  

শুক্রবার (১১ এপ্রিল) বিকেলে জাতীয় প্রেসক্লাবের সামনে অ্যাম্বুলেন্স মালিক, চালক ও কর্মীদের ব্যানারে এই মানববন্ধন করেন তারা।

মো. জিল্লুর রহমান জিল্লু নামের এক অ্যাম্বুলেন্স মালিক বলেন, দীর্ঘদিন ধরে আমরা সীমিত সাধ্যের মধ্যে অসুস্থ ও আহত মানুষের জীবন রক্ষায় নিরলসভাবে কাজ করে চলেছি।  

এ সময় তারা ৭ দফা দাবি জানান। দাবিগুলো হলো-

১. ব্যক্তি মালিকানাধীন অ্যাম্বুলেন্স সার্ভিসকে স্বীকৃতি দিয়ে নীতিমালাটি সংশোধন করা।  

২. রূপান্তরিত অ্যাম্বুলেন্সগুলোর মানোন্নয়নে সময় ও আর্থিক সহায়তা দান।

৩. কোম্পানি ভিত্তিক পরিচালনার বাধ্যবাধকতা প্রত্যাহার করে সহজ ও বাস্তবসম্মত বিকল্প ব্যবস্থা।

৪. এই নীতিমালার বাস্তবায়ন স্থগিত করে পুনর্মূল্যায়নের উদ্যোগ নিতে হবে।

৫. জাতীয় জরুরি সেবা হিসেবে অ্যাম্বুলেন্স থেকে অগ্রিম আয়কর বাতিল।

৬. রিট পিটিশন ৪৭২৩/২০২৩ অনুযায়ী অ্যাম্বুলেন্সের ‘ভাড়ায় চালিত নয়’ শর্ত বাতিল করুন।

৭. ২৪ ঘণ্টা জাতীয় জরুরি সেবা অ্যাম্বুলেন্সের জন্য সকল ধরনের ফুয়েল গ্যাস নেওয়ার ব্যবস্থা করে দিন।

এদিকে মানবন্ধনে অংশ নিতে নিজেদের অ্যাম্বুলেন্সের সাইরেন বাজিয়ে আসেন চালকরা। হঠাৎ অনেকগুলো অ্যাম্বুলেন্স এভাবে সাইরেন বাজিয়ে চলাচল করায় সড়কে চলাচলকারীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।  

মানবন্ধনে অ্যাম্বুলেন্স মালিক চালকদের মধ্যে শরীফুল আলম মেহেদী, মো. দবির হোসেন, গোলাম মোস্তফা ফুয়াদ, মোমিন আলীসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।  

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023 EU BANGLA NEWS