News Headline :
ট্রাম্প অভিনীত সিনেমার দৃশ্যটি এখন পরিচালকের গলার কাঁটা! আড়াই বছর পর ফিরছে ‘ব্যাচেলর পয়েন্ট’ ওয়েস্ট ইন্ডিজের কাছে হেরে বিশ্বকাপের অপেক্ষা বাড়ল বাংলাদেশের প্রধান উপদেষ্টার সঙ্গে কাতারে যাচ্ছেন ৪ নারী খেলোয়াড় গাজায় আরও ৩৫ ফিলিস্তিনি নিহত, এখনো বন্ধ ত্রাণ সরবরাহ লেবাননে ইসরায়েলি হামলায় নিহত ২, যুদ্ধবিরতি মধ্যেই প্রাণ হারালো ১৮৬ জন ট্রান্সজেন্ডাররা নয়, শুধু জন্মগত নারীরাই নারী: ব্রিটিশ আদালতের রায় টিসিবির জন্য ৫৪২ কোটি টাকায় রাইস ব্রান ও সয়াবিন তেল কিনবে সরকার যুক্তরাজ্য-সিঙ্গাপুর থেকে ১১৩৭ কোটি টাকার এলএনজি আমদানির অনুমোদন ঐকমত্য কমিশনের সঙ্গে বৈঠকে বসেছে বিএনপি 
সাধারণ মানুষ চাচ্ছে এই সরকার যেন আরও ৫ বছর থাকে: স্বরাষ্ট্র উপদেষ্টা

সাধারণ মানুষ চাচ্ছে এই সরকার যেন আরও ৫ বছর থাকে: স্বরাষ্ট্র উপদেষ্টা

সাধারণ মানুষ এই সরকারকে আরও পাঁচ বছর রাষ্ট্র পরিচালনার দায়িত্বে দেখতে চাইছে বলে মন্তব্য করেছেন কৃষি ও স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী।

বৃহস্পতিবার (১০ এপ্রিল) দুপুরে সুনামগঞ্জের শান্তিগঞ্জ থানা পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাব তিনি এ মন্তব্য করেন।

উপদেষ্টা বলেন, রাষ্ট্র পরিচালনার দায়িত্বে এই সরকার যেন আরও পাঁচ বছর  থাকে, এমনটি চাচ্ছেন সাধারণ মানুষ।

আইন-শৃঙ্খলা পরিস্থিতির বিষয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, আমাদের নিজস্ব কিছু হাতিয়ার হারিয়েছে। তা এখনো উদ্ধার হয়নি। তবে উদ্ধার কার্যক্রম চলছে। সম্পূর্ণ অস্ত্র উদ্ধার হলে আইনশৃঙ্খলা পরিস্থিতির আরও উন্নতি হবে।

তিনি আরও বলেন, যখন ঘটনা ঘটছে অপকর্ম করছে, তখনই আমরা বা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ব্যবস্থা নিচ্ছে। আর জনগণকে আরও সচেতন হতে হবে। আগ্নেয়াস্ত্র কোনোভাবেই যেন ব্যবহার না হয়, সে বিষয়ে কঠোর নজরদারির পাশাপাশি আইনগত ব্যবস্থা নেওয়া হবে। আপনারাও তথ্য দিয়ে সহযোগিতা করবেন।

সম্প্রতি ইসরায়েলবিরোধী আগ্রাসনের নামে সিলেটে মব সৃষ্টি করে লুটপাট ও ভাঙচুর হয়েছে—বিএনপির এই দাবির প্রসঙ্গে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, তারা অনেক কিছুই বলতে পারে। তবে যারা এসব অপকর্ম করছে, আমরা তাদের আইনের আওতায় এনেছি। কোনোভাবেই যাতে কেউ আইন নিজের হাতে তুলে না নেয়, সেজন্য আমরা কঠোর অবস্থানে রয়েছি।

জুলাই অভ্যুত্থানে ভারতে পালিয়ে যাওয়া ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরত আনার বিষয়ে উপদেষ্টা বলেন, ভারতের সঙ্গে আমাদের যুদ্ধের কোনো আশঙ্কা নেই। ক্রিমিনালদের হ্যান্ডওভার (অপরাধী প্রত্যপর্ণ) বিষয়ে ভারতের সঙ্গে আমাদের একটি চুক্তি আছে। এই চুক্তির আওতায় হয়তো শেখ হাসিনাকে ভারত থেকে আনার চেষ্টা করা হবে।  

এসময় সাংবাদিকদের সঠিক সংবাদ প্রকাশ করার অনুরোধ জানিয়ে তিনি বলেন, সঠিক সংবাদ প্রকাশ করলে জনগণ উপকৃত হবে। আমাদেরও কাজ করতে সহজ হবে।

এবার ধানের উৎপাদন ভালো হয়েছে মন্তব্য করে কৃষি উপদেষ্টা বলেন, এখানে অনেক পতিত জমি রয়েছে। মালিকদের প্রায় সবাই দেশের বাইরে থাকেন। সেখানে ৫শ’ কোটি টাকার একটি প্রকল্প হাতে নিয়েছি।

এ সময় উপস্থিত ছিলেন- সিলেট বিভাগীয় কমিশনার খান মোহাম্মদ রেজাউন্নবী, সিলেট রেঞ্জের ডিআইজি মো. মুশফেকুর রহমান, সুনামগঞ্জ জেলা প্রশাসক ড. মুহাম্মদ ইলিয়াছ মিয়া, পুলিশ সুপার তোফায়েল আহম্মদ, শান্তিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সুকান্ত সাহা, ওসি আকরাম আলী প্রমুখ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023 EU BANGLA NEWS