News Headline :
ট্রাম্প অভিনীত সিনেমার দৃশ্যটি এখন পরিচালকের গলার কাঁটা! আড়াই বছর পর ফিরছে ‘ব্যাচেলর পয়েন্ট’ ওয়েস্ট ইন্ডিজের কাছে হেরে বিশ্বকাপের অপেক্ষা বাড়ল বাংলাদেশের প্রধান উপদেষ্টার সঙ্গে কাতারে যাচ্ছেন ৪ নারী খেলোয়াড় গাজায় আরও ৩৫ ফিলিস্তিনি নিহত, এখনো বন্ধ ত্রাণ সরবরাহ লেবাননে ইসরায়েলি হামলায় নিহত ২, যুদ্ধবিরতি মধ্যেই প্রাণ হারালো ১৮৬ জন ট্রান্সজেন্ডাররা নয়, শুধু জন্মগত নারীরাই নারী: ব্রিটিশ আদালতের রায় টিসিবির জন্য ৫৪২ কোটি টাকায় রাইস ব্রান ও সয়াবিন তেল কিনবে সরকার যুক্তরাজ্য-সিঙ্গাপুর থেকে ১১৩৭ কোটি টাকার এলএনজি আমদানির অনুমোদন ঐকমত্য কমিশনের সঙ্গে বৈঠকে বসেছে বিএনপি 
নওগাঁয় গাছ কাটা নিয়ে সংঘর্ষে নিহত ২

নওগাঁয় গাছ কাটা নিয়ে সংঘর্ষে নিহত ২

নওগাঁর নিয়ামতপুরে গাছ নিয়ে সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত নয়জন।

বৃহস্পতিবার (১০ এপ্রিল) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার চন্দননগর এলাকার বুধুরিয়া ডাঙ্গাপাড়ায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- বুধুরিয়া ডাঙ্গাপাড়া এলাকার শরিফুল ইসলাম (৫৫) এবং আজিজুল হক (৫৫)।

পুলিশ সূত্রে জানা গেছে, বুধুরিয়া এলাকায় সাইফুল ইসলাম ও লালচানের পাশাপাশি জমি রয়েছে। সাইফুল ইসলামের বাবা নিজেদের জমি ভেবে মেহগনি গাছ লাগান। পরে জমিজমা মেপে দেখা যায়, গাছটি লালচানদের জমিতে পড়েছে। উভয়পক্ষের সম্মতিতে সাইফুল বুধবার মেহগনি গাছ কাটলেও পরে উভয়পক্ষের মধ্যে বিরোধ সৃষ্টি হয়। এর জেরে পরদিন বৃহস্পতিবার সকালে সাইফুলকে দেখে লালচান তার অংশ বেড়া দিয়ে ঘিরে নিতে বলেন। তখন সাইফুল ব্যস্ত আছেন জানালে লালচান, কাশেমসহ ২০-২২ জন রামদা, কুড়াল, হাঁসুয়া দিয়ে তার ওপর হামলা করেন। এতে উভয়পক্ষের মধ্যে সংঘর্ষ বেধে যায়। সংঘর্ষে ঘটনাস্থলেই শরিফুল নামে এক ব্যক্তির মৃত্যু হয়। এতে আহত হন আজিজুলসহ অন্তত ১০ জন। আহতদের মধ্যে আজিজুলকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর তিনি মারা যান।

নিহত দুজন সাইফুলের পক্ষের বলে জানা গেছে।

নিয়ামতপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমান বলেন, এ ঘটনায় ১০ জনকে আটক করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023 EU BANGLA NEWS