বগুড়ার সারিয়াকান্দি উপজেলায় আখবোঝাই একটি ভ্যান উল্টে এর চালক আব্দুল হাকিমের (৩২) মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (০১ এপ্রিল) দুপুরে উপজেলার কুতুবপুর এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত আব্দুল হাকিম বগুড়া ধুনট উপজেলার ঝিনাই গ্রামের মোফাজ্জল সরকারের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, আব্দুল হাকিম আখবোঝাই ভ্যান নিয়ে যাচ্ছিলেন। পথে ভ্যানটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেলে তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
সারিয়াকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামিরুল ইসলাম বলেন, মরদেহটি হাসপাতাল মর্গে রাখা হয়েছে।