থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের ঢাকা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. আব্দুল জব্বার মন্ডল। তার নাম ও ছবি ব্যবহার করে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে কিছু ভুয়া অ্যাকাউন্ট ও পেজ খোলায় সতর্কতা হিসেবে এ জিডি করেছেন তিনি।
সোমবার (৩১ মার্চ) ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) একটি থানায় এ জিডি করেন আব্দুল জব্বার মন্ডল। জিডি নাম্বার- ১৬৯৯।
বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেছেন আব্দুল জব্বার মন্ডল নিজেই। তিনি বলেন, আমার নাম ও ছবি ব্যবহার করে ৮-১০টি ফেসবুক পেজ ও অ্যাকাউন্ট খোলা হয়েছে। সেসব পেইজ থেকে কোনো ধরনের ভুল তথ্য সরবরাহ করা হলে বা কোনো অপরাধ হলে সেটার দায়ভার আমার ওপর আসতে পারে। তাই সতর্কতা হিসেবে আমি থানায় জিডি করেছি।
এর আগে নিজের এ ব্যাপারে ফেসবুকে এক পোস্টে সবাইকে সতর্ক থাকার অনুরোধ জানানিয়েছেন ভোক্তা অধিদপ্তরের এ পরিচালক।